আমাদের কথা খুঁজে নিন

   

ছিন্নপত্র

প্রবল আগেই জ্বালানি দিয়েছে অগ্নির প্রয়োজন/দক্ষিন থেকে এসে গেলে তাই বাকিটা সমর্পন/পড়েছিল শব ভাগ্যে প্রাপ্ত দহনযোগ্য তাপ/ফলকের গায়ে লেখা থাকে যেন পাহাড়প্রমান পাপ! কোথা থেকে পাপ? কতদূর বিস্তৃত? অনিত্য প্রেমে সম্মোধনের মাপে যেখানে হৃদয় দিগন্তে মিশে গেছে অবিচ্ছেদ্য দেহাতীত সংলাপে অন্ধের মুঠি তমসায় আবৃত স্বপ্নের ভারে বাতাসকে ছুঁয়ে কাঁপে ছবি ছিঁড়ে ছিঁড়ে জড়ো করা শূণ্যতা পূণ্যের লোভে ছাই হয় সন্তাপে জল নেমে গেলে শান্ত সৌম তট প্লবনেরর স্মৃতি পলির আস্তরণ ধ্বংসের স্মৃতি ক্ষতির পার্শ্বদান স্বপ্নের খাতে গোলা ওপচানো ধান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।