আমাদের কথা খুঁজে নিন

   

পুতুল আপুকে (একটি 'ব্যক্তিগত' 'ছিন্নপত্র')

যান্ত্রিকতার স্বরচিত কারাগারে আমি এক অযান্ত্রিক মানুষ পুতুল আপু, আমাদের এই ছোট্ট জীবনের পথে বিপথে, আকে বাকে কত শত সম্পর্কের বেড়াজালেই না আটকা পড়ি আমরা । সম্পর্ক মানেই তো মায়া । আর সেই মায়ারই জালে-অন্তর্জালে আমাদের মানবিক হৃদয় বন্দি হতে চায় অনবরত । বিহঙ্গ খোজে মুক্তি , আর মানুষ কী যে চায় কে জানে ! কখনো বন্দিত্ব- সে বন্দিত্ব মায়ার, ভালবাসার আর আরো কত নামের আর মানের । আর কখনো অবারিত মুক্তির আকাশ- তাও এক ছায়ার জাল থেকে আর এক মায়ার জালে ।

সেই সব প্রগাঢ়তার মাঝে যে কিছু কিছু একেবারেই অবাঞ্ছিত আর অর্থহীন তাও বলা বাহুল্য । কখনো কখনো যুগের পুরানো সম্পর্কও বাধতে পারে না মানুষকে । আবার এই দেখো না , মুহুর্তের দেখা সাক্ষাতও কখনো কতটা পরশ বুলিয়ে দেয় এই প্রাণে !! আপু, তোমার সাথে আমার সাক্ষাত মুহুর্তেরই । তবুও আজ তোমাকেই লিখছি আমি । যদি কবি হতাম কবিতা লিখতাম, বাউল হলে বাধতাম গান ।

কিন্তু আমি কিছুই নই এসবের । তাই স্বপ্ন দেখছি তোমাকে আর একবার দেখবার জন্য । আপু, তুমি খুব বেশি রকমের ভাল একজন মানুষ । প্রচন্ড বেশি রকমের । অল্প কিছু সময়ের মাঝেই তোমাকে দেখে শিখেছি অনেক ।

তুমি নিজেও জানো না হয়ত, কত তাড়াতাড়ি একজন মানুষের আপন হয়ে যাওয়ার এক প্রচন্ড ক্ষমতা আছে তোমার । পরজন্মে আমার বিশ্বাস নেই । থাকলে তোমার সহদর হতে চাইতাম । জানি, আর হয়ত কোনদিনই দেখা হবে না তোমার সাথে । জানি, যত দিন গড়াবে ততই বাড়বে দূরত্ব ।

একদিন হয়ত এ পৃথিবীর দু'প্রান্তে থাকব আমরা দুজন । কিন্তু পুরোপুরি মুছে কী যাবে ? নাহ , এটুকু নিশ্চিত জানি আমি । আজ থেকে অনেক অনেক দিন পরও যখন আমি একই পথ ধরে বাড়ি ফিরব, হঠাত জানালার কাচের দিকে তাকিয়ে তোমাকে দেখে চমকে উঠব হয়ত । সেদিনও তোমাকে আর একবার দেখবার জন্য আমার মানবিক হৃদয় আকুল হবে । এবং সেদিনও এই সব নিত্যকার বাস্তবতা সেই হৃদয়জ অনুভূতিকে অমানবিকভাবে দমন করবে ।

যদি আবার কখনো দেখা হয়ে যায় তোমাকে বলবই যে কথাটা অনেক চেষ্টা করেও বলতে পারিনি সেদিন । বলব "তোমাকে হারাতে চাই না আর । " যদি কখনো এই লেখা দেখ, জানবে আমি বলে চলেছি অবিরাম "তুমি ভালো থেকো আপু, অনেক ভালো থেকো । " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।