প্রদীপ হালদার,জাতিস্মর। নতুন যে এসেছে সে কেমন জানতে চাইলো সে ব্যথিত নয়নে বললাম খুবই ভালো আমারই পরিচিত হউক না নতুন সে। সে বললে ভালো করে কথা বলে নি যে সে তার সাথে বুঝলাম কোথাও একটা দুঃখ দানা বেঁধে আছে তারই মনের কোণে। বললাম নতুনের কাছে যেতে গিয়ে আবার কথা বলতে আজ আমি বসে আছি সে আর আসে না কিছু কথা বলতে। বুঝলাম নতুনের ডাকে সব ব্যথা তার উড়ে গেছে যে তাইতো আমাকে আজ আর তার মনে পড়ে না যে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।