১২ খেলায় এটি পুনের দশম হার। আর সমান খেলায় সপ্তম জয়ে রাজস্থানের শেষ চারে ওঠার আশা আরো উজ্জ্বল। পয়েন্ট টেবিলে আপাতত তারা চতুর্থ স্থানে।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৮ রান করে পুনে। জবাবে ১৯ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।
লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সঙ্গে অজিঙ্কা রাহানের ৯৮ রানের উদ্বোধনী জুটি রাজস্থানকে দারুণ সূচনা এনে দেয়। অর্ধশককে পৌঁছানোর পর দ্রাবিড় (৪০ বলে ৫৮) বিদায় নিলেও অবিচল ছিলেন রাহানে।
ষোলতম ওভারের শেষ বলে বিদায় নেয়ার আগে ৬৭ রান করেন রাহানে। তার ৪৮ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা।
এক বল অব্যবহৃত রেখেই রাজস্থানের পাওয়া জয়ে স্টুয়ার্ট বিন্নি (১৩ বলে ৩২*) ও সঞ্জু স্যামসনের (৬ বলে ১০) অবদানও কম নয়।
২৭ রানে ৩ উইকেট নিয়ে ওয়েইন পার্নেল পুনের সেরা বোলার।
এর আগে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে রবিন উথাপ্পার (৪১ বলে ৫৪) ৯৭ রানের উদ্বোধনী জুটি পুনেকে উড়ন্ত সূচনা এনে দেয়। কেভন কুপারের বলে ফিঞ্চ (৩২ বলে ৪৫) বোল্ড হয়ে গেলে ভাঙ্গে ১০ ওভার ৫ বল স্থায়ী জুটি।
যুবরাজ সিং (১৫) দ্রুত বিদায় নিলেও মিচেল মার্শ (২১ বলে ৩৫*) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৮) দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।