মন চায় হারিয়ে যাই, কিন্তু কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছি না..! (আগে প্রশ্নের উত্তর দিবেন এবং নম্বর হিসাব করবেন
জানতে হলে নিচের প্রশ্নের উত্তর দিন।
উত্তর ক এর মান=০
উত্তর খ এর মান= ৫
উত্তর গ এর মান=১০
১. প্রথমবার কারো সাথে যখন দেখা হয়, আপনি কি করেন?
ক তার সবকিছুই খুটিয়ে খুটিয়ে দেখেন
খ আপনার সাথে তার কথা বলার ধরন খেয়াল করেন
গ সে কিভাবে কথা বলে তাই দেখেন
২. আপনার যদি কাউকে প্রথম দর্শনেই ভালো লেগে যায়, আপনি তখন কি করেন?
ক কোনো না কোনোভাবে প্রকাশ করতে চান ভালালাগাটা
খ তার সাথে খাতির পাতাতে চান তাই বেশি বেশি পাম দেন
গ আপনাকে তার কেমন লাগে তা বোঝার চেষ্টা করেন
৩. আপনি কখন প্রিয়জনকে গিফট দেন?
ক আপনার গিফট দিতে খুব ভালো লাগে, তাই সবসময়ই
খ মনে করেন এগুলো বাজে খরচা, তাই এগুলো থেকে যতদূর পারেন এড়িয়ে যেতে চান
গ যখন কেউ আপনাকে গিফট দেয়, তখন নিজেকে ঋণী মনে করে আপনিও দেন
৪. আপনি যখন খুব বড় একটা দুঃসংবাদ পান, তখন কি করেন?(যখন আপনার কিছুই করার নেই
ক সাংঘাতিক ভেঙ্গে পড়েন
খ খুবই ঠান্ডা মাথায় চিন্তা করেন পরবর্তীতে কি হবে
গ কপালে যা ছিল, তাই হয়েছে বলে মনে করেন
৫. ধরুন একটা গান আপনার খুব প্রিয়। কিন্তু হঠাৎ দেখলেন ঐ গানটা এমন আপনার
একজনের পছন্দ যাকে আপনার পছন্দ না, ঐ গানটা তখন আপনার কেমন লাগে?
ক গানটান নিয়ে অত মাথা ঘামান না
খ এই সংবাদটা শুনে মনোক্ষুন্ন হন, তারপরেও শোনেন
গ বিরক্ত লাগতে শুরু করে গানটা
৬. আপনি বুঝছেন আপনাকে একজন পাম দিচ্ছে, তখন আপনি কি করেন?
ক আপনি গর্বিত বোধ করেন এবং ভাবেন নিশ্চয়ই আপনার মধ্যে এমন কিছু আছে না হলে সে কেন আপনাকে পাম দিবে
খ বিরক্ত বোধ করেন
গ উদাসীন থাকেন
৭. যেকোন আড্ডায় আপনি কি করেন?
ক নিজের কথাই বলেন
খ নিজেও বলতে চান অন্যকেও বলার সুযোগ দিতে চান
গ শ্রোতা হিসেবে বসে থাকতে পছন্দ করেন
৮. ধরুন আপনার বন্ধু আপনাকে অ্যাভোয়েড করছে, আপনি তখন কি করবেন?
ক রেগে গিয়ে সরাসরি জিজ্ঞেস করেন
খ আপনিও সরাসরি জিজ্ঞেস না করে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন
গ আপনি ভাব দেখান এসব খেয়ালই করছেন না তবে সে যতটুকু দুরত্ব কথা বলে আপনিও তদ্রুপ দুরত্ব নিয়ে কথা বলেন
৯. আপনি ভুল করে একটা কাজ করেছেন, যা আপনার আপনজনের কাছে বলতে হবে, তখন ব্যাপারটা কিভাবে বলেন?
ক খুবই দুঃখিত হয়ে বলেন
খ সবকিছু খুলে বলেন এবং ভালোভাবে বোঝান পরিস্থিতিটা
গ চেপে যান
১০. আপনার বন্ধু আপনাকে বিষ্মিত করার জন্য আয়োজন করেছে, কিন্তু তাতে আপনি মোটেও বিষ্মিত হচ্ছেন না। তখন কি করেন আপনি?
ক একটা জোড়ে চিৎকার দিয়ে বিষ্ময় প্রকাশ করেন
খ কোন অভিনয়ের ধারে কাছে দিয়ে যান না
গ মুখটা হাসিতে ভরিয়ে রাখে এবং প্রশংসা করেন আয়োজকের
যাদের নম্বর ০-৩৫: আপনি মানুষ হিসেবে ভালোই, বোকা তবে একটু সুবিধাবাদী।
কিছু কিছু ক্ষেত্রে আপনি খুবই স্বার্থপর।
আপনি অন্যের সাহায্য ছাড়া চলতে
পারেননা।
যাদের নম্বর ৪০-৬৫: আপনি খুব ভালো তবে জানেন কি, বেশি ভালো ভালো না। আপনি
খুবই সরাসরি কথা বলতে পছন্দ করেন, এজন্য আপনাকে অনেকেরই পছন্দ না।
যাদের নম্বর ৭০-১০০: কি যে ভাবেন, আপনি নিজেকে!! ভেবে তাজ্জব হই। অনেক
চালাক ভাবেন নিজেকে তাই না! আপনি শুনে খুশি হবেন যে আপনাদের মত লোকদের
জন্য একটা প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি।
তবে আপনি অনেকদূর এগিয়ে
যাবেন।
!.................! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।