আমাদের কথা খুঁজে নিন

   

অবস্থান ছাড়তে হেফাজতকে আহ্বান আ. লীগের

রোববার সমাবেশের পর মতিঝিলে অবস্থান নেয়ার প্রেক্ষাপটে রাতে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “বিরত হন, বিরত হন। ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত হন। আপনারা চলে যান। ”
হেফাজতকর্মীদের অবস্থান ছাড়তে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সংবাদ সম্মেলনের পাঁচ ঘণ্টার মধ্যে রাত ১০টায় এই সংবাদ সম্মেলন হয়।


আশরাফ সন্ধ্যার মধ্যে ঢাকা ছাড়তে হেফাজতকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, “এবার ঢাকায় আসতে দিয়েছি, এরপর ঢাকায় আসতেও দেবো না, ঘর থেকে বের হতে দেবো না। সরকার কিন্তু আর বরদাশত করবে না। ”
সংবাদ সম্মেলনে নাসিম জানান, হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে সোমবার সারাদেশে দিনব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকায় বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে হবে সমাবেশ।
“এই অশুভ কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে,” একথা বলে শ্রমিক, ছাত্র, যুবক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মীসহ সব স্তরের মানুষকে সোমবার রাজপথে নামার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা।


“ঢাকাবাসী কালকের (সোমবার) এই সমাবেশে উপস্থিত হন। আমরা রুখে দাড়াতে পারি- তার প্রমাণ দিতে হবে। ”
১৪ দলের নেতারাও সমাবেশে থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনের শুরুতেই নাসিম বলেন, অবস্থার গুরুত্ব বিবেচনা করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
হেফাজতের সমাবেশের বিষয়ে তিনি বলেন, “যে কোনো সংগঠনের সমাবেশ করার অধিকারের বিষয়টি স্বীকার করে এই কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছিলো।

কিন্তু, হেফাজত এর অপব্যবহার করেছে। ”
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, “তারা ইসলামের নামে সোচ্চার- তারা বায়তুল মোকাররমে কুরআন শরিফের দোকানে আগুন দিয়েছে, হাউজ বিল্ডিং, সিপিবি অফিস, সংস্থাপন মন্ত্রণালয়ের পরিবহণ পুলে আগুন দিয়েছে। দোকান-পাট লুট করেছে।
“যারা কুরআন শরিফে আগুন দিচ্ছে- তাদের সহযোগিতা দিতে বিরোধীদলীয় নেত্রী নির্দেশ দিয়েছেন। ”
“এভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কেউ যদি মনে করে, অন্যায় বা অন্যায্য দাবির কাছে আওয়ামী লীগ আত্মসমর্পণ করবে, তাহলে ভুল করবে।

বরং এদের আত্মসমর্পণ করতে হবে,” বলেন তিনি।
হেফাজতের কর্মীরা অবস্থান নেওয়ায় মতিঝিলে বিভিন্ন ভবনে অনেকেই আটকে রয়েছেন বলে জানান নাসিম।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.