সচকিত সচলায়তন মনে জমেছে মেঘ, উবে গেছে আবেগ, বুক ভেঙ্গে চৌচির, হাহাকার, বিস্ফোরিত নেত্রে, জীবন চলার ক্ষেত্রে, দেখি আজ বিষাদের পাহাড়, বেদনার্ত, অসহায়ের এই আহাজারি, চিৎকার, জানি এতটুকু শোনার সময় তোমার নেই, আর। ভাল থাকার মাদকে আসক্ত এ মন, বোঝে না কপাল, খোজে সে কারন, মিলাতে পারে না সহজ সমীকরন, ভুলে গেছে সে, এ জীবনে যে, নাই সুখের বিচরন। আজ মনে হয়, বৃথা-ই চেয়েছি তোমায়, অযথা, যখন খুজেছ তুমি আমার যোগ্যতা শুধুই যোগ্যতা, কখনও বোঝনি আমায়, বোঝনি আমার মনের ব্যাথা, করেছ অপমান, গড়েছ ব্যবধান, ছিল শুধু আমাকে হেয় করার প্রবনতা। এখন আর তোমাকে ঘৃনাও করতে পারি না, করেছি ঘৃনা যত, বেড়েছে ভালবাসা তত, কেন জানি না, পৃথিবীতে ভালবাসা শাশ্বত, মানি না, আমি আর মানি না, যতক্ষন আছে শ্বাস, জানি দুখের ঘরেই হবে বসবাস, দুঃখই আসল ঠিকানা। তিন অক্ষরে উচ্চারিত চির বন্ধনের এ সম্প্রীতি, তোমার উন্মত্ত স্বেচ্ছাচারিতায় আজ হারিয়েছে দ্যুতি, সুখের সময় ইতিহাস এখন, আশার ফানুস হয়ে গেছে স্মৃতি, তবু বিধাতার পানে, ছলছল নয়নে এ করুন মিনতি, "যাক ও যেখানে, যাই থাকুক ওর মনে, ভাল থাকুক সদা, আমার প্রিয়তমা ....তী" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।