এবার না হয় আলসেমো করে কনো লিখা দিলাম না, তবে সব সেরে আবার আসবো লিখতে। আগামী ২১ অক্টোবর আমার ৪র্থ বর্ষের ইংরেজি অনার্স পরীক্ষা। আমি ঢাকা কলেজের একজন শিক্ষকের ( পুরণজয় বিশাস স্যার) ভাল মানের কিছু নোট পেয়েছি। ১৪ টি নোট এনাফ না। আমি যদি সবগুলো নোট পেয়ে জেতাম তাহলে আমার অনেক উপকার হতো।
আমার হাতে সময় নেই, যদিও আমি সব বর্ষের মতো এবারো পড়া জমিয়ে এখন ফান্দে পরেছি।
পুরণজয় বিশাস স্যার অথবা অন্য কোন স্যার এর হলেও চলবে (যদি ভাল মানের হয়)। সাথে সাজেশন হলে তো কনো কথাই নাই।
আপনার না থাকুক কনো পরিচিত থাকলে একটু রেফার করে দিয়ে উপক্রিত করবেন।
আমাকে মেইল করতে পারেন।
ধন্যবাদ সবাইকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।