ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল তুমি সবুজ কলম, শুধু উড়ু উড়ু মন আমি প্রাচীন বনজ, তাও দিল ধরকন তুমি পলকা বাতাস, ছোট মাঠ থেকে বন আমি সামান্য জন, হাতে ম্যাজিক বাটন তুমি চঞ্চল মেঘ, এক টিনেজ হাওয়া আমি ভাঙা বন্দুক, শুধু ফাঁকাই আওয়াজ তুমি সবার বুকেই- তোল জ্যাকশন নাচ আমি ঠোঁটে রাখি রোদ, যদি খুলে দেই ভাঁজ হয়ে আলো ঝলমল- এক নিশি হয় ভোর তুমি তাতেই প্রপাত! গতি ধীর মন্থর? একা উর্বশী নদী, তুমি জলে টলমল বানে ভেসে যায় ঘর, ভাসে ত্রস্ত দুপাড় যেন বৃষ্টিবিলাস, যেন হাসি উচ্ছল তুমি দমকা বাতাস, আমি প্রাচীন পাহাড় যেন উড়ে চলা পাখি, ছোটে পিছু কত তীর আমি সুচতুর ব্যাধ, পিঠে ঝোলানো তূণীর যেন 'মিরান্ডা কের', জ্বালো দেমাগের শিখা শুধু পুড়ে গেলে সব, এক সরলা বালিকা শুধু নিভে গেলে সব, এক সরলা ললনা বুকে আঁকা বিশ্বাস, চোখে স্বপ্নের কণা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।