শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
মাঝে মাঝে ইচ্ছে করে, একলা দুপুরে
অলস বসে শুনি পাখিদের গান
নদী জ্বলে ভাসাই কাগুজে সাম্পান
মাঝে মাঝে ইচ্ছে করে, একলা দুপুরে
ঘাসের মাঠে নগ্ন পায়ে হাটি
রোদের নিচে ব্যাস্ত পথে হারাই
ভীড়ের ভেতর একলা লাগে
ঘুমিয়ে যাই ভোরের শুরুতে
আমার ব্যস্ততা বিধে থাকে
শিশির জমে থাকা ঘাসফুলে
শহরের কোলাহল থেকে দূরে
নিস্তরঙ্গ নিরবতায়
নিভে যাক ওই আলো
নিভে যাক ওই আলো।।
আমার লেখা। বছর দুই আগে লিখেছিলাম। তারপর লিরিকটার কথা মনেই ছিল না! কিছুদিন আগে খুজে পেলাম। গানটা লিখতে গিয়ে মনে আছে, বিষন্নতা থেকে লিখেছিলাম। সুর করতে গিয়েও তাই এই বিষন্ন সুরই রেখেছি। আপাতত অ্যাকুয়েস্টিক ভার্শন রেকর্ড করলাম শুধু। ভাবছিলাম ব্লগে শেয়ার করা উচিৎ হবে কিনা!! শেষ পর্যন্ত ভয়ে ভয়ে দিয়েই ফেললাম। আপনারা শুনে জানাবেন কেমন লাগল
ডাউনলোড করতেঃ নিভে যাক ওই আলো
ভাল না লাগলে বুঝবেন রেকর্ডিং এর সমস্যা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।