কতটা টুকরো হলে সব্বাই গুড়ো বলে তাকে? কে তাকে কুড়িয়ে নেয় খাঁজকাটা ফুটপাথ থেকে? কুড়িয়ে কোথায় রাখে? সেখানে কি ঝড়ো হাওয়া-জল, ছোঁয়না একটুও তাকে মেঘেদের ব্যস্ত কোলাহল? যখন আঁধার নামে, সূর্য্যকে সবাই করে ঘৃণা তখনই সন্দেহ জাগে জোনাকীরা ঠাঁই পাবে কিনা! কতোবার নিভে গেলে এক বার জ্বলে ওঠা যায়? কতোবার নিভে গেলে জ্বলে ওঠা হয়ে পড়ে দায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।