উৎসর্গ ঃ বাংলা ছবি ও বাংলা গান পাগল এক অসাধারন ব্লগার গানচিল ভাইকে যিনি আমার মতো একজন সিলেটী । ।
সালমান -শাবনুর জুটির প্রথম ছবি 'তুমি আমার' এর একটি জনপ্রিয় গান এতদিন বর্তমান প্রজন্ম দেখার সুযোগ পায়নি। বাংলা চলচ্চিত্র নিয়ে বর্তমান প্রজন্মের মাঝে অনেক ভ্রান্ত ধারনা আছে। ঠিক তেমনি বাংলা চলচ্চিত্রের গান নিয়েও অনেক ভুল ধারনা আছে।
আজ বাংলা চলচ্চিত্রের এমন কিছু গান প্রকাশ করবো যা এর আগে কোন ওয়েবসাইটে বর্তমান প্রজন্ম গানগুলো খুঁজে পায়নি ও দেখেনি। ।
১) তুমি আমার ভালোবাসার গান - শেখ ইশতিয়াক ও কনক চাঁপা
২) এই পথ চলি একা - এন্দ্রু কিশোর
৩) এ দুটি ছোট্ট হাতে - এন্দ্রু কিশোর (ক্ষতিপূরণ)
৪) কি হয় কি জানি কি হয় - রুনা লায়লা (গর্জন)
৫) জীবন যতদিন থাকবে আমার - সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন (বাংলার মা)
৬) তুমি যদি ভালোবাসো - সাবিনা ও এন্দ্রু কিশোর ( বাংলার মা)
৭) আমরা দুজন চিরসাথী - এন্দ্রু কিশোর (ভাংচুর)
৮) মা জননী আমায় তুমি - এন্দ্রু কিশোর, সাবিনা ও রফিকুল আলম (চিরঋণী)
৯) পৃথিবীকে সাক্ষী রেখে - শাকিলা জাফর ও খালিদ হাসান মিলু (মহামিলন)
১০) সাগরিকা বেঁচে আছি - আইয়ুব বাচ্চু ও কনক চাঁপা (সাগরিকা)
বাংলা ছায়াছবি ও গানকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য একটি 'কবি ও কাব্য' এবং 'RaDiO bg24 এর যৌথ প্রয়াস । । বাংলা ছায়াছবি ও বাংলা গানকে ভালোবাসুন এবং বিদেশি সংস্কৃতিকে বর্জন করুন ।
।
সালমান -শাবনুর জুটির প্রথম ছবি 'তুমি আমার' এর একটি জনপ্রিয় গান এতদিন বর্তমান প্রজন্ম দেখার সুযোগ পায়নি। বাংলা চলচ্চিত্র নিয়ে বর্তমান প্রজন্মের মাঝে অনেক ভ্রান্ত ধারনা আছে। ঠিক তেমনি বাংলা চলচ্চিত্রের গান নিয়েও অনেক ভুল ধারনা আছে। আজ বাংলা চলচ্চিত্রের এমন কিছু গান প্রকাশ করবো যা এর আগে কোন ওয়েবসাইটে বর্তমান প্রজন্ম গানগুলো খুঁজে পায়নি ও দেখেনি।
।
১) তুমি আমার ভালোবাসার গান - শেখ ইশতিয়াক ও কনক চাঁপা
২) এই পথ চলি একা - এন্দ্রু কিশোর
৩) এ দুটি ছোট্ট হাতে - এন্দ্রু কিশোর (ক্ষতিপূরণ)
৪) কি হয় কি জানি কি হয় - রুনা লায়লা (গর্জন)
৫) জীবন যতদিন থাকবে আমার - সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন (বাংলার মা)
৬) তুমি যদি ভালোবাসো - সাবিনা ও এন্দ্রু কিশোর ( বাংলার মা)
৭) আমরা দুজন চিরসাথী - এন্দ্রু কিশোর (ভাংচুর)
৮) মা জননী আমায় তুমি - এন্দ্রু কিশোর, সাবিনা ও রফিকুল আলম (চিরঋণী)
৯) পৃথিবীকে সাক্ষী রেখে - শাকিলা জাফর ও খালিদ হাসান মিলু (মহামিলন)
১০) সাগরিকা বেঁচে আছি - আইয়ুব বাচ্চু ও কনক চাঁপা (সাগরিকা)
বাংলা ছায়াছবি ও গানকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য একটি 'কবি ও কাব্য' এবং 'RaDiO bg24 এর যৌথ প্রয়াস । । বাংলা ছায়াছবি ও বাংলা গানকে ভালোবাসুন এবং বিদেশি সংস্কৃতিকে বর্জন করুন । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।