বাট টাকা পাই না মানুষের প্রাণের চেয়ে কি মানুষের ধর্মানুভূতি দাম বেশি ? ধর্মানুভূতিতে আঘাত হানা "অপরাধ", কিন্তু এর জের ধরে আরেকটা মানুষকে ক্ষত-বিক্ষত করাটা কি সম্পূর্ণ জায়েজ? যে আল্লাহ আর তার নবীকে গালি দিলে তাদের দু'জনের কেউই আসমান থেকে নেমে এসে একশনে যায় না, তাদের ফ্যানক্লাবই কেবল লাফালাফি করে। স্বভাবতই প্রশ্ন জাগে- ইসলামের বেপারে কেও কিছু বললে কল্লা একদিকে আর শরীর আরেকদিকে করে ফেলার ভয় দেখানোর কততা যোক্তীক? ভয় দেখিয়ে কি সব কিছু সম্ভভ? এইসব করে ইসলাম কে বিধর্মীদের কাছে আরও হাস্যকর করে তোলা হচ্ছে। এই সব আমার নিজের মতামত। কেও কষ্ট পেলে ক্ষমা চেয়ে নিলাম। আরও জানতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।