আমাদের কথা খুঁজে নিন

   

শর্ত ভঙ্গের জন্য দিগন্ত-ইসলামিক টিভি বন্ধ

রোববার সচিবালয়ের এক বিফ্রিংয়ে মন্ত্রী বলেন, “গত কয়েক দিন ধরে তারা আক্রমণাত্মক মিশন নিয়ে একটি গ্রাউন্ড তৈরী করেছে। উস্কানিমূলক সংবাদ পরিবেশন, মন্তব্য ও বিবৃতি প্রচার করে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে। ”
ইনু বলেন, টেলিভিশন দুটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছিল, তারা পদক্ষেপ নিয়েছে।
“যে শর্তে তাদের লাইসেন্স দেয়া হয়েছিল তারা তার কয়েকটি ধারা ভঙ্গ করেছে। তাই আমরা সাময়িকভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি।

পুরো ঘটনা তদন্ত করে পূর্ণাঙ্গ ব্যবস্থা নেয়া হবে। ”
রোববার গভীর রাতে জামায়াত-বিএনপি জোট সংশ্লিষ্ট হিসাবে পরিচিত বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার ‘সাময়িকভাবে’ বন্ধ করে দেয়া হয়।
দিগন্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জিয়াউল কবির সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা এসে সম্প্রচার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন এবং কিছু যন্ত্রপাতি জব্দ করে নিয়ে যান। ”
সোমবার ভোর ৪টা ২৪ মিনিট থেকে সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানান তিনি।
আর আগে রাত ২টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইসলামিক টিভির কাযালয়ে গিয়ে সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়ে সম্প্রচার কক্ষে তালা লাগিয়ে দেন বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক শামস এস্কেন্দার।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত আড়াইটা থেকে তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।
দিগন্ত টেলিভিশন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান, যার চেয়ারম্যান যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মীর কাসেম আলী। দৈনিক নয়া দিগন্তও এ প্রতিষ্ঠানেরই একটি প্রকাশনা।
আর ইসলামিক টেলিভিশন চালু করেন বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দার। তার ছেলে শামস এখন প্রতিষ্ঠানটির দেখভাল করছেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।