আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সাহিত্যের অজানা/স্বল্পজানা/বিভ্রান্তিকর কিছু তথ্যঃ মধ্যযুগ+ (পর্ব-১ )

এস এম আরিফ ১। মধ্যযুগের প্রথম কাব্য ‘শ্রীকৃষ্ণকীর্তন’ রচনা করেন মধ্যযুগের আদিকবি বড়ু চণ্ডীদাস ১৩৯০ খ্রিষ্টাব্দের দিকে। চণ্ডীদাস বিখ্যাত ছিলেন বলে অনেকেই তখন নিজেকে চণ্ডীদাস বলে দাবী করত। তবে আরও অন্তত দুজন বিখ্যাত চণ্ডীদাস হচ্ছেন-দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস। ২।

‘নাথ সাহিত্য’ মোটেই হামদ-নাতের সাথে সম্পৃক্ত নয়। বরং নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত আখ্যায়িকা কাব্য। নাথ ধর্ম হচ্ছে বৌদ্ধ এবং শৈব ধর্মের(শিব উপাসকদের ধর্ম) সংমিশ্রণে এক নতুন ধর্ম। তবে নাথ সাহিত্যকে অনেক মুসলিম কবি সমৃদ্ধ করেছেন। ৩।

কোরেশী মাগন ঠাকুর রোসাঙ্গ/আরাকান রাজের প্রধান উজির ছিলেন। নামের শেষের ‘ঠাকুর’ উপাধি এ কুরাইশ বংশোদ্ভুত বাঙ্গালি মুসলিম কবিকে দিয়েছিলেন আরাকান রাজ। চট্টগ্রামের অধিবাসী এ সাহিত্যিককে মূলত ‘মাগন ঠাকুর’ নামে ডাকা হত। তিনি ছিলেন কবি আলাওলের পৃষ্ঠপোষক। ৪।

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। তিনি রামায়ণের অনুবাদক। তিনি কিশোরগঞ্জের অধিবাসী, মনসামঙ্গল কাব্যের বিখ্যাত কবি দ্বিজ বংশীদাসের কন্যা। ৫। ‘পুরাণ’ সংস্কৃত ভাষায় রচিত একধরনের কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ।

পুরাণের মোট সংখ্যা ৩৬টি। ৬। মধ্যযুগের শ্রেষ্ঠ এবং শেষ কবি ‘অন্নদামঙ্গল’ কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। ১৭৬০ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যুতে মূলত মধ্যযুগের অবসান ঘটে। তাঁর বিখ্যাত দুটি উক্তি- ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’।

‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’। ৭। সাহিত্যের ‘পদ’ বা ‘পদাবলী’ হচ্ছে বৌদ্ধ ধর্মের রসভাস্য। রাধা-কৃষ্ণের প্রেমলীলা; মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল ‘পদাবলী সাহিত্যের’ মূল আলোচ্য বিষয়। ৮।

মধ্যযুগীয় চট্টগ্রামের কয়েকজন বিখ্যাত সাহিত্যিক- *আলাওল(মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি, মোট ৮টি গ্রন্থের রচয়িতা) *বাহরাম খান(দৌলত উজির) *কবীন্দ্র পরমেশ্বর(‘মহাভারতের’ প্রথম বাংলা অনুবাদক) *সাবিরিদ খান(‘বিদ্যাসুন্দর’ কাব্যের রচয়িতা)। ৯। বাইবেলের নব্য সংস্করণ ‘নিউ টেস্টামেন্ট’ বাংলায় প্রথম অনুবাদ করেন উইলিয়াম কেরি ১৮০১ খ্রিষ্টাব্দে। ইংরেজ এ পাদ্রী শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা এবং ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান। বাংলা ভাষা এ পাদ্রীর কাছে অনেক বেশি ঋণী।

(আধুনিক যুগ) ১০। ভাই গিরিশচন্দ্র সেন ১৯০০ খ্রিষ্টাব্দে প্রথম পবিত্র কুরআন শরীফের বঙ্গানুবাদ করেন। নারায়ণগঞ্জের অধিবাসী এ সাহিত্যিক ব্রাহ্ম ধর্মানুসারী ছিলেন। (আধুনিক যুগ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।