আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ন আহমেদের শ্রাবণ মেঘের দিন ॥ একজন বিশ্বাসী মুসলিম পাঠকের চোখে ।

রাত পোহাবার কত দেরী পান্জেরী! এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দাড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূণ্যতা ঘেরি রাত পোহাবার কত দেরী পান্জেরী! "আকাশের দিকে তাকিয়ে নীলু আঁচ করতে চেষ্টা করল কটা বাজে । সূর্য দেখা যাচ্ছে না-নীল আকাশ আর নীল আকাশে ধবধবে সাদা মেঘ । এমন সাদা মেঘ শুধু শরত্‍কালেই দেখা যায় । শ্রাবণ মাসের মেঘে কালো রঙ মাখানো থাকে ।

আল্লাহর স্টকে বোধহয় কালো রঙ শেষ হয়ে গেছে । " পৃঃ৩৩ **বাবা বলেন , আমাদের আল্লাহর অংক জ্ঞান তেমন সুবিধার ছিল না-অংকে তিনি সামাণ্য কাঁচা । সম্পত্তি ভাগের যে আইন কোরান শরীফে আছে সেখানে ভুল আছে । " পৃঃ৬০ কি ধৃষ্টতা ! আচ্ছা ওনার ঝরঝরে সুন্দর আবেগময় এই বইটিতে এই লাইনগুলি যেন ফুলবাগানের কালসাপের মত ছোবল মারে একজন বিশ্বাসীর অন্তরে । এই কথাগুলি না লিখলে কি বইটির আবেদন বিন্দুমাত্র ক্ষুণ্ণ হতো ? হতো না ।

তবু তিনি এগুলো কেনো লিখলেন ? আমি খুব সামান্য একজন পাঠক । ওনার সমালোচনা করার সাহস আমার নেই । কিংবা যোগ্যতা । কিন্তু আমার আল্লাহকে বিদ্রুপ করে যে কথা বলবে যে যত বড়ই হোক না কেন -আমার কাছে পরিত্যাজ্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.