আমাদের কথা খুঁজে নিন

   

আমার হৃদয়ে হুমায়ন আহমেদ

কোনএক লেখায় উনি বলেছিলেন মৃত্যুর পর আমি যেখানে যাব সেখানে একটা লাইব্রেরি থাকতে হবে। আমি জানিনা ডঃ হুমায়ন আহাম্মেদ আপনি এখন যেখানে আছেন সেখানে কোন লাইব্রেরী আছে কি না? তবে সৃষ্টিকর্তা যদি আমাদের ডাক শোনেন তবে আপনার ইচ্ছা যেন পূর্ণ হয়। আপনি জানেননা আপনার কত উপন্যাস পরে আমার চোখে জল এসেছে, কত উপন্যাস পড়ে আমি রোমাঞ্চিত হয়েছি। সেই বইটার কথা মনে পড়ে? " মিসির আলীর অমনিবাস" যার প্রতিটি গল্পে আমি মিসির আলিকে স্বপ্নে দেখতাম। তারপর সেই প্রথম দিককার বই? নন্দিত নরকে বা এই সব দিনরাত্রি? আপনার লেখা মাথার কাছে না থাকলে ঘুম আসত না।

পরীক্ষার পড়ার সমসময় ও আপনার বই থাকত পপড়ার বইয়ের পেছনে। পাছে মা রাগ করে। ডঃ হুমায়ন আহমেদ আপনার শঙ্খনীল কারাগার পড়ে চোখ জলে ভিজে উঠেছিল। আর এই যে সেদিন বেরুলো জোস্না ও জননীর গল্প বা রাবণের দেশে আমি এবং আমরা। এসব আপনার অমর সৃষ্টি।

আমি বিশ্বাস করিনা আপনি নেই। আপনি আছেন এবং থাকবেন। আপনার হিমুরা আপনার জন্য রাস্তায় নামবে , আল্লাহ্‌র কাছে দোয়া চাইবে। আপনার নুহাশ পল্লী আপনার অপেক্ষায়। প্রচুর বৃষ্টিতে আপনি একা নৌকাতে চড়ে পুকুরে বেড়াবেন ।

প্রতি ঈদে রাত ৭.৫০ মিনিটে চ্যানেল আইতে আপানার নাটক দেখার জন্য বসে থাকি । শেষে একটা কথা আমি আপনাকে আমার হৃদয়ে রাখব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।