আমাদের কথা খুঁজে নিন

   

আবেগী ভালোবাসা

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা । । প্রচন্ড তাপদাহ আর কাঠফাটা রোদ্দুরে আমি ঠায় দাড়িয়ে থাকতাম তার স্কুলের সামনে পার্শ্বেই ছিলো এক ন্যাঁড়া কৃষ্ণচুড়া গাছ পাতা ঝড়া তবুও থোকায় থোকায় ফুলে রক্তাক্ত আকাশ।

ছুটির ঘন্টা বাজবে কখন সেই প্রতিক্ষায় টিক টিক করে চলে ঘড়ি তবু ফুরোয়না সময় কখনি বাজবে চারটে সে প্রতিক্ষায় থাকি দাড়িয়ে সময় যেন থমকে যায় আমার প্রতিক্ষার কারনে!.. অবশেষে যখন ঘন্টাধ্বনি বাজে হুড়োহুড়ি করে সবাই তখন বের হয়ে আসে এ যেন চলে অসম প্রতিযোগিতার লড়াই সবার আগে বের হবে সেই মুক্তির সন্ধিক্ষণে। আমি নির্বাক, নিশ্চুপে থাকি ঠায় দাড়িয়ে... প্রতিক্ষায় সময় কাটে বড়ই আনমনে। মিছিলের শেষ দিকে থাকে মানষ প্রতিমা আমার ঘেমে একাকার হয়ে ক্লান্ত দেথে দাড়িয়ে রয়েছে ঠায় আমায় দেখে হাসল বটে তবে তা নিশ্প্রান হাটটি দুজনে গাঁয়ের মেঠোপথে কেটে যায় দ্রুতক্ষণ। এ ছিলো মোর পনের কিংবা ষোলোর সন্ধিক্ষণ দুয়ে দুয়ে চার কিলো পথ মাড়িয়ে দেখা করতাম তখন প্রেম কি জিনিস বুঝিনি তখন শুধুই ভালোলাগা এভাবেই কি শুরুটা হয় আবেগী ভালবাসা?...। ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।