আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালায়নের খ্যাতা পুড়ি।

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

;; ;; ;; একটু তাড়াতাড়ি কলেজ শেষ করে গেলাম সিলেটের বাংলালায়নের অফিসে। বেশ চমৎকার একটা অফিস। শীতাতপ নিয়ন্ত্রিত। চারিদিক হলুদ রঙ্গে রাঙ্গানো। স্মার্ট কাস্টমার ম্যানেজার।

তাদের একজনকে গিয়ে বললাম বাংলালায়নের গ্রাহক হতে চাই কি করতে হবে? এই কথার উত্তর দিতে গিয়ে ম্যানেজার সাহেব আমাকে অবিরাম প্রশ্ন করা শুরু করলেন। -বাসা কোথায়? আমি বললাম সোবহানিঘাট। ম্যানেজার সাহেব পিসিতে একটা ম্যাপ বের করে কিছু একটা খুজলেন। আবার প্রশ্ন করলেন- - বাসা সোবহানিঘাটের কোন দিকে? পয়েন্টে? -না। -ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের কোন দিকে? -দক্ষিনে? -বাস কয় তলা? - চার তলা।

-আপনি থাকেন কয় তলায়? - দুতলায়। ম্যানেজার সাহেব আরো কিছুক্ষন ম্যাপ ঘাটাঘাটি করে বললেন, আপনার ৪ হাজার টাকা দামের মডেম লাগবে। আমাকে তাদের প্যাকেজের লিস্টটা বের করে বোঝানো শুরু করলেন। ৬০০ টাকা দামের আনলিমিটেড প্যাকেজ নিলে স্পিড পাবেন ১৩/১৫ KBps. ১০০০ টাকার প্যাকেজ নিলে স্পিড ২৩/২৫ KBps ম্যানেজার সাহেব আরো জানালেন- বাসা বদল করলে এই মডেম দিয়ে হয়তো অতটা স্পীড পাবেননা। শহরের বাইরে গেলে আর ব্যাবহার করতে পারবেন না।

তাদের অফিসে রাখা পিসি দিয়ে কিছুক্ষন ব্রাউজিং করলাম। রেডিওতে বিজ্ঞপান শুনেছিলাম, বাংলালায়ন ব্যাবহার করলে "বাফারিং" শব্দটাই নাকি সবাই ভুলে যাবে। গেলাম ইউটিউবে। দেখলাম বাফারিং হচ্ছে তো হচ্ছেই!! আমার জিপিই ভালো। ৩৫০ টাকা দিয়ে p6 ব্যাবহার করি।

নরমালি ডাউনলোড স্পিড পাই ২০/২২ KBps. শেষ রাতের দিকে আরো বেশি। মোটামোটি বাংলাদেশের সব জায়গাতেই ব্যাবহার করা যাবে ইচ্ছামতো। যখন ইচ্ছা মোবাইলে লাগিয়েও ব্যাবহার করা যায়। উপসংহারঃ বাংলা লায়নের খ্যাতা পুড়ি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.