আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালায়নের কাস্টোমার কেয়ারে

সেদিন মডেম অ্যাক্টিভ করার লক্ষ্যে বাংলালায়নের কাস্টোমার কেয়ার অফিসে গেছিলাম । আমার অ্যাকাউন্টের নাম বললাম । কি করবো ? কোন প্যাকেজ নিয়া অ্যাক্টিভ করবো টা বললাম । এরপর কম্পিউটারে গুতাগুতি করলো । এরপর মজা শুরু ।

এক আপু ছিল । সে তখন বলল , '' একটু বসুন । '' আমি বললাম ঠিক আছে । আপু , '' নেটের স্পিড এতো স্লো । '' আমি তখন চিন্তা করতেছি আমি ভুল করতেছি না তো আবার অ্যাক্টিভ কইরা ? আপু , '' আপনি আরেক্তু বসুন ।

'' পাশে আরেক ভাইয়া ছিল তারে ঐ আপু বলতেছে , '' নেটের এই অবস্থা কেন ? আসতেছেই না । '' এরপর আমারে আরেকটু বসতে বইলা আপু গেলো টেকি ভাইদের রুমে । হয়তো নেটের স্পিড প্রসঙ্গে । এইবার আপু আমারে আবারো ' আরেকটু বসেন '' বলল । অতঃপর , আমাকে আবার আমার অ্যাকাউন্টের নাম বলতে বলল ।

বললাম । এইবার নেটের কানেকশন পাইছে । টাকা দিলাম । ক্যালকুলেটার দিয়া হিসাব করলো । আমারে সিল সাপ্পর মাইরা টাকা রাইখা আর আমারে কিছু দিয়া বিদায় করলো ।

যাওয়ার সময় লক্ষ্য করি আমারে দশ টাকা কম দিছে হায়রে অবস্থা । বাংলারবিলাই । আর আরেকদিন গেছিলাম আমি যে সাইন দিমু কলম ছিল না অফিসে । কন তো কেমন লাগে ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.