আমাদের কথা খুঁজে নিন

   

ভোট ক্যানভাস

স্লামালেকুম ভাই, আমি হইলাম কলুর বলদ ভোটটা এবার চাই। অনেক বছর টানলাম আমি কলু মিয়ার ঘানি। ভোটটা দিয়েন আমায় সবাই কইরা মেহেরবানি। মার্কা আমার ”বলদ” সেটা সবাই জানেন ভাল, বাক্সে আমার ভোটটা দিলে জলবো দেশে আলো। হইতে পারি বলদ আমি, নাইতো মুখে ভাষা।

তবু আমার দেশের তরে আছে ভালবাসা। চল্লিশ বছর স্বাধীনতার পরও ছিলাম চুপ। দেখলাম আমি কত নেতার কত রকম রূপ। কেউবা কুকুর, কেউবা মেকুর, কেউবা জানোয়ার, স্বভাবটা হয় নির্বাচনে হইতে পারলে পার। দেশেরটা খায়, দেশের পরে, দেশেরই নেয় শ্বাস, সুযোগ মত তারাই করে দেশের সর্বনাশ।

দেশের পুকুর চুরি কইরা বিদেশ নিয়া যায়। পোলা, মাইয়া রাখে তারা ইউরোপ, আমেরিকায়। মানুষ হইয়াও তাদের স্বভাব এতো কেন কালা? বলদ তবু তাদের চাইতে স্বভাব আমার ভালা। সারাটা দিন খাটি আমি ফেলি মাথার ঘাম, চুরির ধান্দায় থাকি নাতো, রাইখা আমার কাম। মানুষ গুলা পাশ কইরা দেশের করে ক্ষতি, আমি বলদ পাশ করলে হইবো দেশের গতি।

দেশ বাঁচাতে নির্বাচনে দাড়ায় গেলাম ভাই, আমি হইলাম কলুর বলদ, ভোটটা এবার চাই। নির্বাচনে জিতলে আমি; খাইবো যারা ঘুষ, জায়গা মত লাথি দিয়া আনমু তাগো হুশ। বড় বড় পেট দেইখা দিমু এমন গুতা, ধান্দ্বাবাজী ছাইড়া ভয়ে, করবো শুরু মুতা। বিদ্যা বুদ্ধি নাই যে আমার সেইটা ভাল জানি, দেশের তরে খাইটা করুম রক্ত আমার পানি। সৎ ভাবেতে খাটলে জানি আল্লাহ মেহেরবান, দেশের মাঝে সুখ শান্তি করবো তিনি দান।

সেই ভরসায় এইবার আমি চাই যে সবার ভোট, ”বলদ র্মাকায়” ভোটটা দিয়েন কইরা সবাই জোট।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।