আমাদের কথা খুঁজে নিন

   

ভোট দিব কাকে? ২

দিন শেষে আমার একলা পাখি

আমি যেই এলাকায় ভোটার, সেখানে একটি বড় দলের প্রার্থী জিয়া হত্যা মামলার আসামী, বারো বছর জেলেও ছিলেন। অন্য একটি বড় দলের প্রার্থী ভাল, তবে তার দলের নেতা কর্মীরা প্রায় প্রত্যেকেরই চাঁদাবাজ বলে খ্যাতিমান। আরেকজন প্রার্থী স্বভাবে বিড়ালের মতো, তিনিও সৌদি সরকারের খেজুর আর দুম্বা দিয়ে কিছুটা জনপ্রিয়তা পেয়েছেন, যত্রতত্র মসজিদ মাদ্রাসা বানিয়েছেন, এমনকি গরুর হাটেও একটা মসজিদ দরকার বলেও তিনি মনে করেন। আর কিছু প্রার্থী আছেন, যারা ইউনিয়ন পরিষদের মেম্বর পদ পেলেও হয়তো ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবেন না, এমন পরিস্থিতিতে কাকে ভোট দিব বলতে পারেন। ভোট দিতে গেলে কম করে হলেও ২০০ টাকা খরচ হবে, কার জন্য এই খরচ করবো বলতে পারেন। দয়া করে না ভোটের পরামর্শ দিবেন না, এই সিদ্ধান্ত আমি নিজেই নিয়ে রেখেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।