আমাদের কথা খুঁজে নিন

   

ভোট দিন www.new7wonders.com এ



সুইডেনে জন্মগ্রহনকারী ইতালিয়ান লেখক, চলচিত্র নির্মাতা বার্নার্ড ওয়েবার ২০০১ সালে বিশ্বের কৃত্রিম ও প্রাকৃতিক আশ্চার্যসমূহের যথাযথ রক্ষনাবেক্ষণ ও মানুষের কাছে তুলে ধরার প্রত্যয়ে প্রতিষ্ঠা করেন " The new7wonders foundation and campaign." তাদের উদ্যোগেই ১০০ মিলিয়নের ও বেশি মানুষের ভোটগ্রহনের মাধ্যমে ০৭.০৭.০৭ তারিখে ঘোষনা করা হয়েছিল বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের। এরপর প্রতিষ্ঠানটি উদ্যোগ নিয়েছে " নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য " ঘোষনার । এ উদ্যেশ্যে তারা ইন্টারনেটে http://www.new7wonders.com ওয়েব সাইটের মাধ্যমে ভোটগ্রহন শুরু করেছে। ভোট গ্রহন চলবে চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত। আনন্দের কথা হল সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত ও সুন্দরবন ভোটপ্রাপ্তির দিক দিয়ে যথাক্রমে ১ম ও ২য় অবস্থানে রয়েছে। এ তালিকায় পদ্মা নদী (গঙ্গা) ও রয়েছে ৩য় অবস্থানে। ভোট দেয়ার জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বাংলাদেশের তিনটি আশ্চর্যই শীর্ষ অবস্থানে থাকাটা নি:সন্দেহে আমাদের সকলের জন্যই অত্যন্ত গৌরবময়। এ শীর্ষ অবস্থান ধরে রাখার জন্য আমাদের সবাইকে http://www.new7wonders.com এ দেশিয় প্রাকৃতিক আশ্চর্যে ভোট দিতে হবে এবং অপরকে ( দেশি- বিদেশি) ভোট দেয়ার তাকিদ দিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।