আমাদের কথা খুঁজে নিন

   

ভোট--- কাকে দেবো?

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

খুবই কঠিন প্রশ্ন ...ভোট , হ্যাঁ ভোট কাকে দেবো? আমাদের প্রথাগত প্রচলিত পন্থা একটা আছে এবং সেটাই আমরা বৃহদাকারে এতকাল দর্শন করে এসেছি। তা এমন কিছূ নয় আবার অনেক কিছু । কেমন, ব্যক্তি নয় ,দল বিচারে ভোট প্রদান। ও বিষয়ে আমরা সবাই কম বেশী অবহিত। যে গনতন্ত্র আমরা এই বাংগালি জাতি প্রাকটিক্যালি অবিহত তাতে এমনটা খুবই স্বাভাবিক ।

সংসদে যখন নির্বািচত সদস্যরা বসবেন আর কোন সিদ্ধান্তে ভোট প্রদান এর প্রয়োজন হবে, তখন দলের বিরুদ্ধে ভোট দিলে বলে এমপিত্ব মানে সংসদের চেয়ারে পুচ্ছ ঠেকানোর অধিকার চলে যায়। এই হলো আমাদেশীয় গনতন্ত্র। তাই এখানে ব্যক্তির চেয়ে দল তো বড় হবেই। তা হয়েও এসেছে। মহল্লা কেন্দ্রিক, পারিবারিক , সামজিক, সুবিধা মাফিক..পরিচিত মাফিক বা জিন গত ভাবেই আমারা অধিকাংশই কোন না কোন দল মানে ঐ সেই আওয়ামীলীগ অথবা বিএনপির একটু কোল ঘেষা, সাপোর্টার বলছি না সবাই কে।

কোল ঘেষা, নৈকট্যর কেবল। তাই সেই কোল ঘেষা দল যাতে সংখ্যাগরিষ্ঠতাপায় তাই ব্যক্তি না দেখে ...দলের মার্কা দেখে ভোট দেয়ার ঐতিহ্য আমাদের পুরাতন অতি। আবারাও বললাম। কিন্তু এখণ কেনো তাইলে ভাবনায় পরিবর্তন। না এ নতুন ভাবনা নয়।

কিন্তু পুরানো হলেও অকার্যকর ভাবনা। তথাপি এই যে সেনা ছত্রছায়ায় লালিত বছর দুয়ের তত্বাবধায়ক সরকার তারা আর কিছূ করে ছে কি করেনি বিতর্ক এখানে আলোচ্য না হলেও একটা বিষয় আলোচ্য যা হলো তারা পরিবর্তন যে একটা বাস্তবতা সেটা একটু হলেও ঢুকাতে পেরেছেন অনেকের মাথায় পোক্ত ভাবে। কিন্তু পরিবর্তন এর কোন পন্থা নেই। আমি ঢাকার যে এলাকার ভোটার সেখানে আমার অদ্যবধি জানামতে ১৪ জন নির্বাচনে দাঁড়িয়েছেন। তার মধ্যে আবার মহাজোটের ই দুজন স্ব স্ দল মানে জাপা আর আলীগের আলাদা আলাদা( এ আরেক আজব সভ্যতার নিদর্শন!) বিএনপির জিনি তিনি সদ্য কারামুক্ত ।

যাহোক আমি মোটামুটি চিনি মাত্র দুজন কে। তাদের অতীত কার্যক্রম সম্পর্কে আমার একটা ধারনাও আছে অভিজ্ঞতার আলোকে এবং স্থানীয় হবার কারনে। বাকী কাউরে আমি আসলেই চিনিনা , জানিনা। এখণ আমার কারে ভোট দেয়া উচিৎ যদি আওয়ামী সমর্থক হৈতাম...তাইলে দল এর স্বার্থে ব্যক্তি অপছন্দ হৈলও কি ভোট দেবো অথবা বিএনপি সমর্থক হৈতাম...তাইলে ও কি তাই করতে হবে। মন বলে সেটা যথার্ত গনতন্ত্র হতেই পারেনা।

এখণ তাই লে বাকী লোকগুলা কে কেমন , দল ভুলে তা নির্ধারণ করতে হবে..সময় যে খুব কম .... তারা যে কাছে এসে বলে যাবে নিজের সাফই সেটা সম্ভব না আর বাস্তব সম্মত না। তাই আমি এই ভোট ব্যবস্থা আর দেশের যথার্থ শাসক নির্ধারন নিয়ে কনিফউজিং.... হয়তো অনেকেই ( বেশীর ভাগই) ---তাই কি হয়তো শেষ মেষ দল দেখেই , মার্কা দেখেই ভোট দিবে আর হয়তো না ভোট থাকার সুবাধে অনেকে দেবে সেটাও ..... কিন্তু না ভোট কি আসলেই ফেয়ার হলো ,,যেখানে আমি সকল প্রার্থী কে জানলামই না ঠিক মতো.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।