আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ (+) (-)



(+) (-) নিয়ে বেশ কতাবারতা হচচে। আমি এইসব বেশি বুজিনা। নতুন মানুষ। কিন্তু একটু আগে অমি রহমান পিয়াল সাহেবের একটা পোস্ট পড়দে গিয়া বিষয়টা খেয়াল হল। তিনি খুব দুঃখ ভারাক্রান্ত একটা পোস্ট দিয়েছেন।

নরম দিলের মানুষরা এইটা পড়লে কেন্দে দিবে। তো সেই লেকায় দেখি ২৪জনের ভাল লাগছে আর আর ১৯ জনের লাগেনাই। হায় আল্লাহ। এখন যদি মন খারাপ করার লাইগা কেউ বলে বাজে লেকা তাইলে আমার কতা নাই। কিন্তু একানে মনে হয় অন্য বিষয় আচে।

যাই হোক আমি নিজে বাললাগা পরকাশ করার জন্য উপায় কুজতে গিয়া দেকি লেকার শেসে আছে দুইটা চিহ্ণ। একটা যুগ আর একটা বিয়োগ। সাতে সাতে আমার বুল বাঙল। এই মাইনাচ বৃষ্টিতে সামহোয়ারের হাত আচে এইটা আমি আবিসকার করলাম। তারা যোগটারে দিছে ছোট করে আর বিয়োগ দিছে বিশাল বড় করে।

এখন মাইনষে কোন ফাকে বিয়োগ দেয় সেটা সে নিজেই বুজেনা। আমি বাঙলা ভালো করে লিকতে পারছিনা। টাইপিঙ মাতর শিকছি। সামহোয়ারে লিকব বলেই শিকচি। তাই কষমা করে দেবেণ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।