আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ

এখানে প্রকাশিত লেখার সত্ত্ব সংরক্ষিত। একদিন সবকিছু ইতিহাস হয়ে যাবে। নদীর প্রবাহ প্লাবন, পালিত পাখির ঝাঁক সন্ধ্যার মেঘের বিষাদিত ছায়া তোমার নধর স্তন, তার উদ্ধত চূড়া আর গ্রীবার গর্বিত ভঙ্গি একদিন, একদিন সব ইতিহাস হয়ে যাবে। বনের মর্মর কিংবা শান্ত ঝরনার ঝিরি বহুদূর পথ গিয়ে পূনরায় তার চলমানতা আবার হারিয়ে ফেলে দিকভ্রান্ত হয়। অন্ধ ভিখারি যেমন পতিত মুদ্রার শব্দে হাতড়ায় তার নিরাপদ নির্ভরতা। অথচ কোনো কোনো দিন ঘরে ফিরবার তাড়না থাকেনা। স্বপ্নের সন্ধানে মানুষেরা তবু নিদ্রার নিকটে যায় নির্ভার নতির কথা তারেই জানায়। উচ্ছ্বাস চিরদিন থাকে আর থাকে পরাজিতের কান্না তারা খুব পাশাপাশি থাকে বোধের অতীত জ্ঞানে তবু কত দূর! অথবা সমস্ত সাম্যের ধারনা এভাবেই নির্ধারিত হয়ে আছে চিরকাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।