আমাদের কথা খুঁজে নিন

   

জোছনার ঘ্রান

অদূরে তাকিয়ে হাল ধরে আছি- চাই শুধু পরিণাম দুঃখ, ব্যাথা, কষ্ট,ভয় সবই আছে আগের মতই আমি তোমার হাত ধরে হাঁটতে চাই- তার মানে এই না যে আমি তোমার স্বাধীনতা হরণ করবো । পৃথিবীর সীমান্তের সব কাটাতার গুড়িয়ে দেবো লোকে যা বলে বলুক,আমি তার রাখি না হিসাব । অসংখ্য কালো কালো সাপ ফণা তুলে আছে- তুমি ভয় পেও না-আমি তোমার হাত ধরে রাখব । বারবার তারা আমায় ভুলে ফেলে দেয়- তীক্ষ্ণ দাঁত দেখিয়ে তুমি একটু আদর দিও- সব দহন যাবে বাতাসে উঁড়ে মানুষ এখন মিথ্যাবাদী হয়ে গেছে-বড় জ্বালা তাদের বুকে বুঝে গেছি আমি- দিন কে দিন মানূষ হয়ে যাচ্ছে জন্মান্ধ মাথার উপরে কালো কালো চিল চক্রাকারে ঘুরছে অবিরত চাঁদের আলোকে তারা ঢেকে দিতে চায়- করবে যত অনাচার তাদের রহস্যময় ধাঁধাঁ-ধান্ধায় আমি হাবুডুবু খাই ভর সন্ধ্যায় চারিদিকে শুধু ভেজা বারুদের গন্ধে- আমার দম বন্ধ হয়ে আসে এই নষ্ট-বিকৃত নগরী থেকে চলো মেঘেদের দেশে যাই আজ এক আকাশ ভালোবাসায় ঘাসফড়িং উঁড়ে এসে বসবে- তোমার আঁচলে, জন্ম নিবে একটি মানব শিশু । ( আমি কবিতা লিখতে জানি না ।

আর সেই সাহসও করি না । তবে কবিতার মতন কিছু একটা লিখতে খুব ইচ্ছে করে তাই চেষ্টা করি । ঈদ তো শেষ। আপনারা ঈদের নামাজ পড়েছেন তো ? আমি নামাজ পড়েছি- নতুন একটা সাদা পাঞ্জাবি পড়ে । কিন্তু টুপি পরতে ভুলে গিয়েছিলাম ।

আপনাদের একটা অনুরোধ করি- নামাজ পড়ুন । নামাজ পড়লে অনেক কিছু থেকে মুক্তি পাবেন । এটা পরীক্ষিত । আচ্ছা, কেউ কি বলতে পারবেন শরৎ কাল কবে শুরু হবে ? এবার আমাকে অবশ্যই কাশ ফুলের ছবি তুলতে হবে...হবেই । সবাই ভালো থাকুন ।

সুন্দর থাকুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।