আমাদের কথা খুঁজে নিন

   

জোছনার বাতিঘর।

http://www.paybox.me/r/rihan

জোছনার বাতিঘর, তুমি আমি মুখোমুখি, আঁধারের আবছায়া, জোছনার লুকোচুরি । । বাতাসের আসা যাওয়া, তির তির কাঁপে বুক, চুল তোমার ডানা মেলে, অদৃশ্য প্রেম-সুখ । । অস্পষ্ট মুখচ্ছবি, ক্রমাগত কাছে আসা, ক্রমাগত বেড়ে চলা নিঃশাসের পারদ-চূড়া ।

। ঘরে ঢোকে বেলী ফুল বাতাসের হাত ধরে, নক্ষত্রের উঁকি ঝুঁকি, জানালার ফাঁক গলে । । দেখি তুমি নও তুমি-- লাজুকতার লতাধার দেখি তুমি খরস্রোতা স্রোতসিনী-- ভালবাসার অরূপ আধার । ।

তারপর মিশে যাওয়া, জোছনার ছায়াতলে দু'টি মানুষ একই ছায়া-- আদি-প্রেমের ঝড় তোলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।