আমাদের কথা খুঁজে নিন

   

জোছনার ধোঁয়ায় তুমি....

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
দিনে দিনে বসন্ত আমার যদি চলে যায় এমন অবেলায়,এমনই অবহেলায়! খেয়ালের নুপূরে ঝড় তুলে রাত আসে রোজ,স্বপ্নও... পাহাড়ের ওপারে জ্বলন্ত অগ্নি,চোখ বুঁজে ঘুরে ঘুরে তোমাকে ছুঁড়ে আসি তাতে; তেমনিই ফিরে যাব ভাবি, তবু পেছনে তোমার গগন বিদারী কষ্ট ডাক। সমুদ্রের শীৎকারে যে প্রেমের জন্ম তার আত্নাহুতির বান যে কি ভয়াবহ! ছুটে ছুটে মরি---- রাতজুড়ে নির্দ্বিধায় নিরপেক্ষ বিচারক ছিলাম, দেখোনি?কি নির্ভুলভাবে তোমাকে ছুঁড়ে দিলাম জোছনার ধোঁয়ায়...!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।