আমাদের কথা খুঁজে নিন

   

জোছনার আলো



স্বপ্নগুলোকে মেঘগুলো আড়াল করে রেখেছে - ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে স্বপ্নগুলো জোছনার আলো হয়ে । আলোগুলো কে মেঘ ঢেকে দিচ্ছে বারবার - শাসিয়ে যাচ্ছে বের না হতে এই পৃথিবীর বুকে । জোছনাদের দল ঐ কালো মেঘ গুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ঠিকই বেরিয়ে আসছে বারবার । কালো মেঘেদের সকল চেষ্টাই ব্যর্থ হয়ে যেতে থাকে । তাঁদের কোন কাজই আটকে দিতে পারে না - জোছনার দলদের ।

তারা অবিরাম কালো মেঘ গুলোকে ছিন্নভিন্ন করে বেরিয়ে আসে অফুরন্ত শক্তি নিয়ে । কোমল তার আলো - দিয়ে যায় মনের ভেতর প্রশান্তির আলো । সেই আলোয় আরোহণ করে - কবি লিখে তার কাব্য - লেখক লিখে তার উপন্যাস । প্রেমিক ভাবে তার প্রেমিকাকে নিয়ে ! প্রেমিকা লিখে চিঠি প্রেমিকের কাছে । কবুতর বয়ে নিয়ে যায় সেই চিঠি প্রেমিকের কাছে প্রেমের মহাকাব্য সম প্রেমিকার বানী ।

যুগের পর যুগ জোছনা দিয়ে যাচ্ছে আলো - ছড়িয়ে দিয়ে যাচ্ছে তার কোমল মায়াবী সেই আলো । কালো মেঘেদের দল ব্যর্থ হয়েই যাচ্ছে । তারা কোন দিনই পারবে না যতদিন রবে মানুষের মাঝে কোমল জোছনার আলোর ছায়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।