আমাদের কথা খুঁজে নিন

   

নব্য ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ব্রাক ব্যংক এর ক্রেডিড কার্ড এর জালিয়াতি (সচেতনতা মূলক পোষ্ট)

দেশটা আমাদের। এর জন্য ভাল কিছু করতে হলে আমাদেরই করতে হবে। Mail:rabiul@gmail.com আমার দূর্ভাগ্য যে আমি ব্রাক ব্যংক এর ক্রেডিড কার্ড করেছি। তাদের বিক্রয় কর্মির মিষ্ট কথাতে ক্রেডিড কার্ড শেষ পর্যন্ত করলাম। আমি ২৩-০৫-২০১২ তে চেকের মাধ্যমে ৪৪০০০ টাকা তুল্লাম।

যথারীতি ২২-০৬-২০১২ তে আমার কাছে মেইল আসল ১০-০৭-২০১২ তারিখে আমার বিল জমা দিতে হবে তাদের সুদসহ ৪৪৭১০ টাকা। আমি অফিসের কাযে ব্যস্ত থাকার দরুন একজন কে পাঠালাম টাকাটা ব্যংকে জমা দিয়ে আসার জন্য। আমার কাছে ভাংতি না থাকাতে আমি ৪৪৭০০ টাকা দিয়েছিলাম। আমার লোক যথারীতি ১০-০৭-২০১২ তারিখে ব্যংকে যেয়ে টাকাটা জমা দিয়ে আসল। ১০ টাকা বাকি থাকাতে ভাবলাম সামনের মাসে ১০ টাকার সুদ কতই বা আসবে।

তাদের সুদ প্রতি হাজারে ৮৩ পয়সা। সব মিলিয়ে হয়ত ৫-৬ টাকা আসবে। ২২-০৭-২০১২ তে তাদের বিল দেখে আমি আতকে উঠলাম। আমার বিল এসেছে ১৮০২ টাকা। আমি ভাবলাম তদের কোন ভুল হয়েছে বা গোপন কোন চার্য হয়েছে কিনা?ফোন দিলাম তাদের কাষ্টমার কেয়ারে।

তারা যা বল্ল সেটা হল ‘আমাদের সিষ্টম হলো এক পয়সাও যদি আপনি বাকি রাখেন তাহলে যত টাকা আপনি চেকের মাধ্যমে উঠিয়েছেন এবং যত দিন আপনার কাছে টাকাগুলো ছিল তার পুরো টাকার ততদিনের সুদ দিতে হবে। ‘ অথচ ক্রেডিড কার্ড নেয়ার সময় বলা হয়েছিল যত টাকা আপনার বাকি থাকবে শুধূ সেঈ টাকারই পুরো সুদ দিতে হবে। আমি তখন তাদের বল্লাম আমি আরো ৫ টি ক্রেডিড কার্ড ব্যবহার করি। আর কোন ব্যংকে তো এই জালিয়াতি নাঈ । অন্য ব্যংকে যে টাকা বাকি রাখবেন শুধু সে টাকার উপর সুদ দিতে হয়।

তাছাড়া ১০ টাকা বাকির জন্য কেউ কি ১৮০২ টাকা বিল দিবে নাকি?এটা কি লজিকেল কথা? তারা সুন্দর ভাবে বল্ল টাকা যদি জমা না দেই আরো সুদ উঠতে থাকবে। মেজাজ খারাপ করে আর কি করব। কার্ড তো করেই ফেলছি। এখন কার্ড জমা দিলে আমার লস। কিন্তু এত বড় অন্যয়টাও মানতে পারছি না।

এখন শুধু সুযোগের অপেক্ষায় থাকব তাদের থেকে কিভাবে আমি টাকাটা আদায় করতে পারি। আপনারা যারা ব্রাক ব্যংকের ক্রেডিড কার্ড করেছেন তারা সর্তক থাকবেন আর যারা ক্রেডিড কার্ড করবেন তারা আর যাঈ হোক ব্রাক বংকের করবেন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।