আমাদের কথা খুঁজে নিন

   

নব্য পিতা

হঠাৎ শুন্যতা ...................

বিশ দিনের পুত্র সন্তান এবং নব মাতা ঢাকায় রেখে নতুন চাকুরী নিয়ে চাঁটগাঁ আগমন। এসে দেখি পড়েছি মঘলের হাতে। চাঁটগাঁ দেখি রাজা-বাদশার যায়গা...রিক্সা ওয়ালা ১০ ফিট যেতে ১০ টাকা ভাড়া নেয়, মরি...বেগুন ভর্তার দাম ২০টাকা, ৫টাকার নান-রুটি ২০টাকা, চা এর দাম ৭ টাকা, সিএনজ়ি-র মিটার নাই, ভাষা বুঝতে ১ বছর, শিখতে আল্লাহ মাবুদ জানেন...৮ বাই ৬ ফুট ঘর ২০০০টাকা, রান্নার যোগাড়... কেন বাপু, সব যদি আমিই দেই তবে নিজে কি করবে...ছাপড়া হোটেলের রাস্তা মাপো... তবু বৃহঃস্পতি বার রাতের ১৫০ টাকার তূর্ণা-নিশিথা আর সন্তানের ঘুম নিমগ্ন মুখ দেখার আকুতি ভুলিয়ে দেয় সব অতৃপ্তি। রবি থেকে বৃহঃস্পতি তাই ঘড়ির সাথে পাল্লা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।