আমাদের কথা খুঁজে নিন

   

নব্য রাজাকার

ইংরেজিতে একটি প্রবাদ আছে,"Charity begins at home."। অনেক ক্ষেত্রেই এর ব্যতিক্রম রয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে,বেশীরভাগ ক্ষেত্রেই চিহ্নিত রাজাকার,যুদ্ধাপরাধী এবং পাকিস্তানী দালালদের সন্তানরা তাদের পিতার কৃতকর্মের জন্য অনুতপ্ততো নয় বরঞ্চ তারা '৭১ সালে তাদের পিতার কৃতকর্মের জন্য গর্বিতও বটে। অবাধ তথ্যপ্রযুক্তির এই যুগে বসেও এখনো তারা বিশ্বাস করে তাদের পিতা যা করেছিল তা ভালই করেছিল এবং নিঃসঙ্কোচে তারাও পিতার মত ধর্ম নিয়ে মিথ্যা বলে যায়। বাংলা ব্লগে ইতিমধ্যে একজন সুপরিচিত রাজাকারপুত্র মুক্তিযোদ্ধাদের "কুত্তা" বলে গালি দিয়েছেন এবং আরেক জন রাজাকার কন্যা এই রাজাকারপুত্রের কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছিল।

ঠিক তাদের মত আরেক জন রাজাকারপুত্র হল ভিডিওর এই ব্যক্তিটি। তার পাকিস্তানপ্রেম এতই প্রবল যে পাকিস্তানীদের জন্য তিনি নিজ জাতি বাঙালীদের অপমান করতেও তার দ্বিধা নেই। সেই সাথে তিনি একজন আত্ম স্বীকৃত রাজাকার হিসেবে যথারীতি এখনো আমাদের মুক্তিবাহিনীকে ভারতীয় বাহিনী হিসেবে উল্লেখ করে আমাদের নয় মাসের মুক্তিযুদ্ধকে ইচ্ছেমত অপমান করেন। তার দম্ভোক্তি দেখলে স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে নিজের মেজাজ আয়ত্তে রাখা অনেক দূরহ একটি ব্যাপার। '৭১ সালের এসব রাজাকার তাদের পরিবারের সদস্য হতে শুরু করে আমাদের দরিদ্র ধর্মভীরু মানুষদের অশিক্ষার সুযোগ নিয়ে ইচ্ছে মতো ধর্মকে ব্যবহার করে এদেশে ক্যান্সারের মত জেঁকে বসেছে।

সময় এসেছে এখন তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে এদের "না" বলি। এখানে ভিডিও টা দেখুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।