আমাদের কথা খুঁজে নিন

   

নব্য দখলবাজ আমেরিকার হাতে এই বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দেয়ার ষড়যন্ত্রে মত্ত হয়েছে আরেক নব্য মীর জাফর সুদখোর ড. ইউনূস।

তৎকালীন বাংলার স্বাধীনতা হরণে ১৭৫৭ সালে দখলবাজ ব্রিটিশরা সহযোগিতা নিয়েছিলো নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর নামক নিমক হারাম এক মুনাফিকের। সুদখোর ইউনূসের এই গোপন আঁতাত এতদিন ছিলো সাধারণের নিকট অপ্রকাশ্য। যাও কিছু প্রকাশিত হয়েছিলো তাও আবার তার ‘নোবেল’ নামক প্রাইজের ছায়ায় ছিলো লুকায়িত। কিন্তু শেষমেষ বাংলাদেশ ব্যাংক যখনই তাকে গ্রামীণ ব্যাংক-এর এমডি’র পদ থেকে বরখাস্ত করার পরই তাকে রক্ষা করতে আমেরিকার নানা রকম তোড়জোড় এর মাধ্যমেই এই গোপন কানেকশন ব্যাপকভাবে মিডিয়ায় আসতে লাগলো। এই ইস্যুকে কেন্দ্র করে তারা শুরু করল নানা রকম হম্বিতম্বি।

খোদ আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি রবার্ট ব্লেইক সম্পর্কের দোহাই দিয়ে বললো,‘ইউনূসের বিষয়ে সমঝোতা না করলে সম্পর্কের অবনতি ঘটবে। ’ তাদের রাষ্ট্রদূত মরিয়ার্টি বললো, বাংলাদেশ নাকি সন্ত্রাস ঝুঁকিতে রয়েছে। তাদের সাথে বোল তুললো তাদেরই কথিত বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট; সে প্রশ্ন তুললো এ দেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। [সূত্র: সকল সংবাদ মাধ্যম] মূলত তাদের এ সকল তোড়জোড় আর বুলি আওড়ানো একমাত্র সুদী ড. ইউনূসকে রক্ষার জন্যই। কারণ সেই হলো বর্তমানে তাদের সবচেয়ে বিশ্বস্ত ও নিবেদিত ও অনুগত চর।

যার পিছনে ব্যয় করেছে মন্দাগ্রস্ত আমেরিকার নোবেলসহ অনেক অর্থ ও শ্রম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।