আমাদের কথা খুঁজে নিন

   

শর্ট- কার্ট টু স্বপ্নপুরন (USA এর ছবি সহ )

নিজের কিছু অগোছালো অনুভূতিকে ছড়িয়ে দিতে চাই বাঙালি খুবই আরাম প্রিয় এক জাতি। তাহাদের সব কর্মযজ্ঞের ভিতর খুব সহজেই ক্লান্তি বাসা বাঁধে। তাই সবাই খালি শর্ট- কার্ট রাস্তায় বড় হওয়ার স্বপ্ন দেখে। যদিয়ও এটা সত্য আমাদের মধ্যে অনেকেই তাহাদের অত্যন্ত মেধা এবং বুদ্ধি শক্তি কাজে লাগাইয়া উপর তলায় হরদম উঠে যাইতেছে, এবং আমজনতা তাহাদের দেখিয়া শুধু চোখ বড় করিয়া থাকে। তাই অনেক ভাবিয়া আমজনতার স্বপ্নের অতি সহজ এক বাস্তবায়ন এর পথ বের করলাম।

এই জন্য শুধু আপনাকে ৪টা বছর অপেক্ষা করতে হবে। তারপর আপনি পারবেন বাবাকে এসি কিনে দিতে, বোনকে ল্যাপটপ, নিজের জন্য গাড়ি, আরও আরও অনেক কিছু। এই জন্য আপনাকে শুধু কষ্ট করে একবার হলেও USA ( University of South Asia) তে জেতে হবে বাকিটা তাদের দায়িত্ব। বিশ্বাস না হলে ছবিতেই দেখুন সত্য ঘতনার প্রমান আসলে এদের কি দোষ দিবরে ভাই। সবাই শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে চায়।

কয়জনইবা সৎ মানুষ হইতে চায়। সবার মাথায় শুধু শর্ট- কার্ট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।