আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর স্বপ্নে বেচেঁ আছি, মৃত্যু তুমি আমাকে খুব ভালোবাসো তাই না !! -সজিব তৌহিদ

I am waiting for someone and I know she will ever come. তার দ্বরাজ কণ্ঠে আর কোনদিন বিতর্কের মঞ্চ কেঁপে উঠবে কি'না জানি না। তবে আমরা প্রতি মুহূর্তে শঙ্কায় আর হতাশায় কেঁপে উঠছি । কী বা করার আছে আমাদের.. ? এই শিক্ষা জীবনের নুন আনতে পান্তা যাদের ফুরায় তাদের আবার মানুষের জন্য দরদি হওয়া ..! মেয়েটির নাম শিল্পী। পুরো নাম শিল্পী রানী। সদা হাস্যোজ্জ্বল এই মেয়েটি কিছুদিন আগেও ক্যাম্পাস দাপিয়ে বেড়াতো, কারমাইকেল কলেজে ইতিহাস নিয়ে অনার্স পড়ছিলো ।

তার সংগঠন ‘বিতর্ক পরিষদ’ এ বিতর্ক নিয়েই মেতে থাকতো। পার্টটাইম কাজ হিসেবে ব্রাক স্কুলে ডিবেট ট্রেইনার হিসেবে কাজ করতো। বাবা ধীরেন্দ্র নাথ মারা গেছেন অনেক আগেই। পিতৃহারা এই মেয়েটিই ছিলো পরিবারের আলোর প্রদীপ অথচ এই প্রদীপ আজ নিভু নিভু। এই বছর তার প্রথম বর্ষ পরীক্ষায় বসার কথা ছিলো অথচ আজ সে হাসপাতাল বেডে মৃত্যুর সাথে লড়ছে।

মা আরতী রানী স্বপ্ন দেখতেন মেয়ে কে শিক্ষিত করে তুলবেন , মেয়ে উচ্চ শিক্ষিত হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করবে অথচ আজ তিনি দ্বারে দ্বারে মেয়ের জীবন বাঁচানোর আকুতি জানিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শিল্পীদের বাসা রংপুরের কাউনিয়া উপজেলার গঙ্গানারায়ন গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ইন্দ্রজিত রায়ের মুখ নির্বিকার-স্তব্ধ। বোনকে এভাবে মরে যেতে দিবেন কিভাবে ..! কারমাইকেল কলেজের সংগঠন বিতর্ক পরিষদের ছেলেমেয়েরা অকপটে হাত বাড়িয়েছে তাদের সতীর্থ বিতার্কিক কে বাচাঁনোর জন্য । ১০ লক্ষ টাকা কিভাবে ম্যানেজ হবে তারা তা জানে না ।

লক্ষ্য একটাই বিন্দু বিন্দু জলে সিন্ধুর জন্ম হয় । সে আশায়, সে ভরসায় মানুষের দয়ার পানে চেয়ে থাকা। বিতর্ক পরিষদের কর্মি শিল্পী রানী কে মাসখানেক আগে অসুস্হ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হলে ডা. একেএম কামরুজ্জামান জানান,‍‍‍‌‍" শিল্পী রানী ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং ইতোমধ্যে শরীরের ৬২ ভাগ রক্ত আক্রান্ত হয়েছে। তাকে বাঁচাতে হলে ভারতে নিয়ে যেতে হবে। " তাকে এই দেশের মানুষ ভারতে নিয়ে যাবে না'কি না ফেরার দেশে নিয়ে যাবে তারাই ভালো জানে ।

অসহায়, নিরীহ শিল্পীর প্রাণবন্ত মুখটি ফ্যাকাশে হয়ে গেছে । আগের সেই উল্লাস ,উচ্ছ্বাস, তারুণ্য ভরা টকবকে প্রাণ আজ স্পন্দনহীন । অসমায়ে মৃত্যর আমন্ত্রণ কে তার হৃদয় কেবলি যেন নিরবে বলছে,‍‍" ধুসর স্বপ্নে বেঁচে আছি, মৃত্যু তুমি আমাকে খুব ভালোবাসো তাই না..... !!" শিল্পীকে বাঁচাতে এগিয়ে আসুন: ইন্দ্রজিত: 01737763613(শিল্পীর বড় ভাই) তৌহিদুল ইসলাম সজিব 01737476907 (সাধারণ সম্পাদক, বিতর্ক পরিষদ, কারমাইকেল কলেজ) ফিরোজ 01723464353 (সদস্য বিতর্ক পরিষদ, কারমাইকেল কলেজ) ব্যাংক একাউন্টঃ শিল্পী রানী 162 .101. 212582 ডাচ বাংলা ব্যাংক, রংপুর শাখা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।