আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর পান্ডুলিপি



ভাবছি আজ আমি শব্দ দিয়ে শব্দের মালা বানিয়ে কবিতার গলায় পড়াব । কবিতা লিখব, কবিতা বানাব , কবিতায় স্নান করব. কিন্তু কবিতা যে আমার হয়ে উঠেনা যা হয় সেসব তো কবিতা নয়, অকবিতার ধূসর পান্ডুলিপি । তাই আমি কবিতা লিখিনা,তোমাকে সামনে রেখে শব্দ দিয়ে শব্দ সাজাই শব্দের একতলা টিনশেড ধূসর পান্ডুলিপিতে হাত দিই রঙ তুলিতে দু একফোটা নতুন শব্দ রঙ লাগাই তাতে না হোক কবিতা ,অকবিতা তো হয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।