আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

নিদারুণ বাস্তবতা...গ্রাস করে স্বর্ণালী দিন নিমিষে উড়ে যায়- তরে তরে সাজানো সব স্বপ্ন। যেনো উড়ে যাওয়া বাতাসের সাথে ধূসর শুকনো পাতা। বিচিত্র এ বৈচিত্র্যের খেলা। আমি নির্বাক বসে উপলব্ধি করি। তোমার কাঁকন পরা হাত বেষ্টিত করে রাখে না আমাকে আর। গোলাপী ঠোঁট তৃষিত হয়ে লেপ্টে থাকে না আমার সজীব বুকে। এখন তোমার- দু'চোখের ছলনায় ভরা তীক্ন চাহনী ঝাঁঝরা করে দেয় আমার হৃৎপিন্ড। চিৎকার করে- শিরা-উপশিরাগুলো জানান দেয়, -তোমার প্রতিটি নি:শ্বাসে অবিশ্বাসের ছড়াছড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।