আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

ঘোলা ঘোলা রাত
ঘোলা মৌসুম..
আনন্দ এসে ঢেকে দেয় কিশোর যুবার মন খারাপের সকাল। সুস্থ মানুষের জন্যই সব কবিতা, কবিতা মেঘের মত ছায়া দেয় ভাল থাকা মানুষের পায়ে। শরীরে সুস্থ মানুষেরা বই পড়ে, হাটে চলে, খেলে ধুলে। মুখে অক্সিজেন মুখোস পরে মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবিত থাকা মানুষটির ভোর অন্য রকম। চায়ের কাপের উষ্ণতা তাকে শয্যা থেকে ডেকে তোলে না।

আমি দমবন্ধ হয়ে দেখেছি একটি রাত। ঠান্ডাগর্মিতে বালিশ চেপে ধরা মুখ বড় অর্থহীন অভিজ্ঞতা দেয়। চলে যেতে থাকা অসুস্থ জীবনের প্যারাডাইম এমনই সংসার ভালবাসা প্রেম সব কিছু ধূসর করে দেয়। শিল্পের রঙ, কোলাহলের আরাম নিস্পন্দ করে দেয়। আমি কখনো বেদনার্ত মানবকে করজোরে বেদনাহীন মরণ কামনা করতে দেখেছি।



-
ড্রাফট ১.০/
যেটা সিগারেটের ফেলনা কাগজে লিখে
ছিঁড়ে ফেললেন ওটাই ছিল শ্রেষ্ঠ কবিতা।
কবিতা ভেবে যা লিখছেন সেটা ট্র্যাশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।