আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর পাণ্ডলিপি

ঝিনুক নীরবে সহো...ঝিনুক নীরবে সহে যাও...ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও!

১. শূন্য হাতের পাতায় লেখা নিয়তির আঁকিবুঁকি, জানি না কোন রেখায় রয়েছে মিশে আমায় দেয়া তোমার সকল ফাঁকি। ২. হাত বাড়িয়ে তোমায় খুঁজি হাতের পাতায় শূন্যতা, তবুও আমি তোমায় খুঁজি তুমি সব অপূর্ণতার পূর্ণতা। ৩. সাদাকালো স্বপ্নঘুড়ি ওড়াই আমি একা। দূরে গেলেও আমার নাটাই তোমার হাতেই রাখা। ৪. আমি জানি আমার কবিতায় ফিরবে না তুমি, চলে গেলে; পড়ে রইলাম নষ্ট পদ্য আর আমি।

৫. তুমি আমায় একটা চিঠি লিখ, না হয় থাকুক ঘৃণার কথায় ভরা, বহুদিন তোমার চিঠি পাই নাকো, বহুদিন ধরে তোমায় হয় না পড়া। ৬. হাত কেটে কেটে লিখেছি তোমার নাম, সে নামের চিহ্ণ আজো সেখানেই আছে। হৃদয়ের মাঝে আছো আজো অম্লান, শুধু অশ্রু-চিহ্ণ দিয়েছি মুছে। ৭. স্মৃতির পাতায় আনাগোনা সময় যে যায় বয়ে, বাইরে রাতের আঁধার জমায় মেঘ, অশ্রুগুলো নামে বৃষ্টি হয়ে। ৮. তুমি আরেকটিবার অচেনা হয়ে যাও, ভুলগুলো সব একবার শুধরে যাই, আরেকটিবার তুমি আমার কাছে এসো, ভালোবাসা কাকে বলে পৃথিবীকে দেখাই।

৯. বৃষ্টিতে আমি থাকব না আর চেয়ে আকাশ পানে, তোমায় আমি খুঁজব না আর বিষন্নতার গানে। তোমায় ছাড়াই থাকতে পারি দেখে যাও এসে- এই প্রবোধেই দিন কেটে যায় তোমায় ভালোবেসে। ১০. কবিতাদের দিলাম ছুটি দূরেই ঠেলে দেই, কবিতা নয় ছুটি দিলাম অবোধ মনটাকেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।