আমাদের কথা খুঁজে নিন

   

বাবা তুমি কেন এমন ?

তাহাবুর আটপৌরে জীবনে অনেক না পাওয়ার মাঝে আমার সবচেয়ে বড় পাওয়া বাবার অকৃতিম ভালোবাসা । আজ কেন যেন বাবার গতকালের কথাগুলো বারবার আমাকে নাড়া দিচ্চে ..আমার বাবা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাদের ৩ ভাই বোন এর সাথে কথা বলবে ..তার সারাদিনের জমানো ভালোবাসাগুলো আমাদের কে দান করবে অতি মমতার সাথে।সময় সময় মনে হয় বাবা কি মায়ের চেয়ে আমাদের বেশী ভালোবাসে ! আমার বাবা আমাকে পৃথিবীর সেরা উপহারটি দিয়েছেন তা হলো আমার উপর তাঁর আস্থা , আমাকে তিনি বিশ্বাস করেন।আমার মনে হয় হুমায়ুন আহমেদ সঠিক ..পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছেন......!! কিন্তু একজন ও খারাপ বাবা নেই..... মনে পড়ে, বাবার পাশের দোকানি জিজ্ঞেস করেছিলেন, ছেলে তো বড় হচ্ছে, তোমার সাথে দজির্ কাজ শেখাও , পরাশোনা তোমার জন্য না । বাবা মুচকি হেসে বলেছিলো, "আমার যা আছে তা দিয়ে ছেলেটাকে তৈরি করে যাচ্ছি, ওর যা দরকার ও নিজেই করে নিতে পারবে।" আমি চাই না আমার ছেলে আমার মত হোক । বাবার সেই বিশ্বাস আর আস্থার প্রতিফল আমার বটর্মান জীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.