আমাদের কথা খুঁজে নিন

   

বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে শুভেচ্ছা।এখন আমি ও একজন বাবা

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে শুভেচ্ছা। বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে শুভেচ্ছা। বাবা....তোমাকে আজ ভীষন ভাবে মনে পড়ছে.... বাবা.... তুমি কি আমার হৃদস্পন্দন শুনতে পাও। আমি তোমার অধম সেই সন্তান । আমাকে নিয়ে তোমার ছিল রাত বিরাতে ভীষন চিন্তা।

অন্য সন্তানরা মানুষ হলেও...যে ছেলেটি মানূষ না হতে পারার জন্য কষ্ট পেতে, দূঃখ পেতে। সেই আমি এখন পুরোপুরি একজন মানুষ। আমি এখন ম্যাশল ম্যানদের মতো আচরন করিনা। চিৎকার হৈ চৈ করিনা । রাস্থার একপাশে হাটি।

যে পাশে বের হই সে পাশেই ঘরে ফিরি। তোমার প্রিয় মানুষদের দেখলে সালাম দেই। আজ...আমি তোমাকে বড় বেশী মিস্ করছি। আই লাভ ইউ বাবা। তোমার জীবদ্দশায় বুঝতে পারিনি তোমাকে হারানোর বেদনা।

তোমার অর্থ কষ্ট ,ঋনের দায়, না পাওয়ার বেদনা, অবসর সময়,আনন্দ দুঃখ, এই অধম ছেলেটা বুঝতে পারেনি। তুমি কি ভাবতে মনে মনে । সেটা আমার কাছে এক বিরাট প্রশ্ন। কোন সুযোগই দিলেনা । একটু বুঝে উঠার সেবা করার।

যারা আমাকে দেখছে তোমার প্রিয়জন, তারা বলছে আমি নাকি দেখতে তোমারই মতো । চলাফেরা , কথাবলা , ভুলগুলো তোমারই মতো। তুমি কি আমার উপর বিদ্যমান। তূমি কি আমাকে পরোক্ষ , প্রত্যাক্ষভাবে ওপার থেকে প্রভাবিত করছো না । ..................... তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে।

তুমি জীবিত আমার রক্তে .... অস্থিত্বে .... স্মৃতিতে....... তুমি আমার বাবা...... আই লাভ ইউ......... বাবা, তুমি আমাদের ক্ষমা করো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.