আমাদের কথা খুঁজে নিন

   

বাবা বিহীন আমার প্রথম বাবা দিবস

এই বারই প্রথম বাবা কে ছাড়া বাবা দিবস পালন করতে যাচ্ছি। গত বছরও বাবাকে নিয়ে একটি লেখা দিয়েছিলাম। তখন বাবা জীবিত ছিলেন এই বছর বাবা দিবসে বাবা নেই মনে হয় কিছুই নেই। বাবার শেষ-নি:শ্বাস ত্যাগের সময় তার পাশেই ছিলাম। সৃষ্টিকর্তার ইচ্ছায় মৃত্যুর একদিন আগেই এশিয়ার উন্নত দেশের অতি উন্নত হাসপাতালে বাবার কাছে ছুটে গিয়েছিলাম।

খুব কাছ থেকে দেখেছি কিভাবে ইনটেভসিভ কেয়ার ইউনিটে বাবার বেডের পাশে থাকা মনিটরের টিক্ টিক্ শব্দ আর গ্রাফিক লাইন বাবার রক্তচাপ, হৃদসন্পন্দনের দ্রততার সাথে পতনের জানান দিচ্ছিল। ছোট বোন আর ভাইটা বাবার মাথার শিয়রের কাছে দাঁড়িয়ে জোড়ে জোড়ে চিৎকার করে কাঁদছিলো আর বলছিলো "বাবা তুমি যেও না বাবা.... আমাদেরকে ছেড়ে যেও না"। বোনটা সাথে রাখা দরুদ শরীফের বই খুলে জোড়ে জোড়ে পড়ছিলো আরা বাবাকে নিয়ে না যাবার জন্য সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন জানাচ্ছিল। অন্যদিকে এই আমি কাঁদতে ভুলে গিয়ে বার বার বাবার মুখের দিকে আর একবার মনিটরের দিকে তাকাচ্ছিলাম। মনে মনে প্রার্থনা করছিলাম "হে প্রভু, তুমি আমার বাবার পরিবর্তে আমাকে উঠিয়ে নিয়ে যাও।

বাবাকে আরো কিছু দিন সময় দাও। আমি চলে গেলে দেশের এই জগতের কিছুই হবে না কিন্তু বাবা চলে গেলে দেশ হারাবে সত্যিকারের একজন দেশ-প্রেমিক, সৎ আর সাহসী যোদ্বাকে আর আমরা হারাবো আমাদের প্রিয় বাবাকে"। কিন্তু মহান(!) সৃষ্টিকর্তা পরিবারের সদস্যদের পাশা-পাশি বাবার লক্ষ লক্ষ অনুরাগী-ভক্তদের দোয়া কবুল না করে তাঁকে তুলে নিয়ে যান। অবশ্য মৃত্যুর পরে আমার এই মুক্তিযোদ্বা, একুশে পদকপ্রাপ্ত ভাষা-সৈনিক বাবা দল-মত নির্বিশেষে মানুষের যে ভালবাসা ও শ্রদ্বা পেয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে হাতেগোনা খুব কম জনই পেয়েছে এই মনে করে নিজেকে প্রবোধ দেবার চেষ্টা করলেও থেমে থেমে প্রতিদিন বাবার সাথে কাটানো সুখ-দু:খের স্মৃতি ভেসে উঠে। মনে পড়ে ছোট বেলা থেকে কিশোর বয়সের সন্ধিক্ষণ পর্যন্ত বাবাকে ছাড়া ঘুমাতে পারতাম না।

বাবা পাশে শুয়ে আমার পিঠ আলতো করে বুলিয়ে দেবার পাশাপাশি হালকা করে পিঠ চুলকিয়ে দিতেন যতক্ষন পর্যন্ত না চোখে ঘুম না নেমে আসতো। আমার বাবার এই অভ্যাসটা যে দুর হয় নি সেটা গত ২০০৮ সালের জানুয়ারী আর অক্টোবরে বাবার সাথে একসাথে এক বিছানায় ঘুমিয়েও টের পেয়েছি। সেই সময়ের দু:সময়ে সারাদিন-রাত বাবার উপর মানসিক ও শারিরীক চাপের পরেও তাঁকে দেখেছি রাত্রে ঘুমানোর আগে সেই আগের মতই আমাকে আলতো করে মাথায় হাত বুলিয়ে দেবার পাশাপাশি পিঠও চুলকিয়ে দিতেন। আজ যা শুধুই স্মৃতি!!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.