আমাদের কথা খুঁজে নিন

   

প্রলাপ

আলোয় আলোকিত হোক ভূবন আমি আমার কথা বলতে এসেছি মুক্তির মিছিলে বঞ্চিত আত্মা; কিংবা ব্যাশ্যার পায়ে স্বর্গ খুঁজে দেখা পুরুষ নয়, আমি আমার কথাই বলতে এসেছি। একজন নারীর মুখ চেয়ে পৃথিবীর রক্তে স্নান অথবা শ্বাশত ঝর্ণার জংঘায় মুখ থুবড়ে পড়ে থাকা মানুষ নই; অতি বর্ষণেও যার চোখে উত্তাপ আমি সেই পুরুষ-ভালোবাসার পতিত অংশ। আমি কবিতার স্তনে হাত রেখে শপথ করে বলছি সে রাতে আমি কাঁদিনি-যদিও ভেবেছিলে বর্ষণের বেনোজলে ভাসিয়ে দেব তোমার কলঙ্ক, তবুও বুকে এত বেশী আগুন জলেছিল যে- আজ তোমার চোখে কাজল-অনিন্দিতা; এবং পরাজিত আমি। রক্তের দংশন-ওহ্ অক্টোপাস রাত্রি আমি স্বপ্নের সতীত্ব চাই। আমার বিছানা সারারাত কাঁদে-নিঃস্বংগ নববধুর মত কোন সমুদ্র পারের রমনীর পায়ে আমার অভ্রের মল? মস্তিস্কে এত স্মৃতিক্ষরন, এত মেঘের আনাগোনা! মেঘ জমেছে, বৃষ্টি হবে-বৃষ্টি হবে; মিথ্যে কথা ভালোবাসা অতটা হ্যংলা নয় যে বৃষ্টি হবে হয়বা যদি-কাল বৈশাখী’ই হবে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।