আমাদের কথা খুঁজে নিন

   

প্রলাপ

ভোরের তারা হয়ে একাকি পথ খুজি
নিশুতিপুরে বসবাস তার ধুসর অন্ধকারে কাটায় দিন রাত গুলো। মৃতের মত দীর্ঘশ্বাস, টের পাবার আগেই হারিয়ে যায়। প্রতিটা ক্ষন যেন মৃত্যুর মত বেচে থাকা শুধু বড় বেশী কুৎসিত এই জীবন যাপন নিঃস্বাসে বিষ গ্রহন করা আর কত। ক্লান্ত শ্রান্ত দেহ ক্ষয়ে চলেছে অবিরাম কাঙ্গালের মত তবুও মুক্তির আশা তাও যেন ক্ষীন হয়ে আসে পচে যাওয়া নষ্ট মনে আশারা মরেছে বহুকাল ঘৃনায় প্রেতাত্মাও আর জাগেনি। ভালবাসাহীন জীবন বুঝেনা কিছু আর অপার্থিব প্রতিবন্দীর মত চেয়ে থাকে। জানি অনন্ত কাল ধরে এভাবেই চেয়ে থাকবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।