আমাদের কথা খুঁজে নিন

   

প্রলাপ

sabujs@yahoo.com
আমরা দিনকে দিন আরও বন্দী হয়ে যাচ্ছি । আমাদের আকাশগুলো জানালায় মাঝে এসে আটকে যাচ্ছে। বন্দীত্ব, আমাদের হয়তো কোন একসময় পীড়া দিত , অসহ্য কষ্টে দম আটকে আসতো কিন্তু এখন সেসবকিছুই কেমন স্বাভাবিক হয়ে গেছে। আমরা অভ্যস্ত হয়ে গেছি......... । সারাদিন এটা ওটা করে কেমন ব্যস্ততায় দিন কেটে যায় টের পাইনা ।

অনেক রাতে কোনরকম খাওয়া শেষ করে ব্যক্তিগত সময় নিয়ে বসি । ল্যাপটপ খুলি, এটা ওটা দেখি , খবর পড়ি , পর্নোগ্রাফির নীল পর্দায় এসে খানিক্ষন থমকে থেকে ...............আবার আরও খবর .................আরোও নতুন বান্ধবী নতুন জগত । চালের দাম বেড়ে গেছে শুনে হাহুতাশ করে কিছুক্ষন মন খারাপ করে পোস্ট দেই। অবশেষে মা যখন বলে এখনো বাসায় তিনবেলা ভাত রান্না হয় তখন আশ্বস্ত হয়ে চালের দামের প্রতিবাদী পোস্টের প্লাস মাইনাসের হিসেব করতে বসি। অনেক রাতে মাঝে মাঝে প্রচন্ড মন খারাপ হয়।

তখন ক্ষনিকের জন্য মানুষ হই। অত:পর লম্বা ঘুম শেষে গতরাতের মন খারাপ হওয়াকে কেমন স্বপ্নের মতো মনে হয় । আমি আবার অন্য মানুষ হয়ে সারাদিন পার করে দেই । ......................তবু সার্বক্ষনিক অস্থিরতা আমার পিছু ছাড়ে না ...........আমার কিচ্ছু ভাল্লাগেনা,,,,,,,,,,,,,,,,,......... অনেক তো লেখাপড়া হলো অনেক গাড়ি অনেক ঘোড়ায় চড়া হলো তবু কেন আজও 'মানুষ' হতে পারলামনা..................
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।