আমাদের কথা খুঁজে নিন

   

প্রলাপ

আমি আজ্ও বুঝতে পারিনি আমায়!!!!!!!!! আমি না থাকলে নিশ্চয়ই সূর্য্যটা- দক্ষিণ কিংবা উত্তরে মোড় নেবে। প্রিয়া মোর সহমরণে যাবে, পৃথিবীটা নিশ্চয়ই বিবর্ণ হয়ে বিরতি নেবে। আচ্ছা, কতজনইতো রোজ মরে তবে, কেন পৃথিবী বদলায় না? তবে কী? আমি চলে যাব বলে কিংবা- হারিয়ে যাব বলে- থামবে না পৃথিবীর কোলাহল ! পৃথিবীটা ঘুরবে তার আপন কক্ষে ; মানুষও বিচরন করবে ঠিক যেমনটি আগে ছিল ; এখন আছে। সহমরণে যাবে না প্রিয়া মোর সে শুধু কাঁদবে ; এ ব্যথা ভূলে- সাজাবে নতুন বাসর ! আমার থাকা না থাকায় কিচ্ছু আসে যায় না ! আমি না থাকলে- পৃথিবীটা একটুও বিরতি নেবে না। তবে কেন এ পৃথিবীতে থাকা? তবে কেন এ পৃথিবীতে আসা? এখানে সবই অর্থহীন ! আমি টিকে থাকতে চাই না- আমি বেঁচে থাকতে চাই। আমি বেঁচে থাকতে চাই আমার প্রিয়ার মনে পৃথিবীর বুকে উষ্ণ আলিঙ্গনে। এ নয় টিকে থাকা- এ আমার বেঁচে থাকা ! চিরসুখে !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।