আমাদের কথা খুঁজে নিন

   

প্রলাপ .......... মধ্যরাতের প্রলাপ .........

sabujs@yahoo.com

দিনকে দিন যেন আমার জানালাগুলো ছোট হয়ে যাচ্ছে। আকাশটা আর আগের মতো দেখা যায় না । পরিচিত মুখগুলো ধূসর হতে হতে অস্পষ্ট হয়ে যায় । একসময় খুব চেনা একটি মুখ মনে করার জন্য চোখ বন্ধ করে রই অনেকক্ষন । ........... একসময় ঝাপসা হতে হতে তা যেন ছেলেবেলার রূপকথার মতো হারিয়ে যায় ........... তিল তিল করে আমি প্রতিদিন কষ্ট জমাই ।

মুখ ও মুখোশের আড়ালে থাকা এই আমি রাতের অন্ধকারে চমকে উঠি। দিনের আলোয় সুকৌশলে লুকিয়ে রাখা মুখোশটা রাতে যেন অসহ্য হয়ে উঠে । আমি আর মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে পারি না । ফ্যাকাসে বারান্দায় দাড়িয়ে কান পেতে রই অনেকক্ষন। দূরের পাহাড়ের মৌনতা আর ঝিঝির ডাক ছাড়া যেন কিছুই শুনতে পাইনা ।

একসময় পূর্বপুরুষের ডাকে মৌনতা ভাঙে। চারিদিক হতে যেন সমুদ্রের গর্জনের মতো আর্তনাদ শুনি । শুনি সেইসব বিবিধ কন্ঠ ......... যাদের সাথে আমার কষ্মিনকালেও কোন পরিচয় ছিলোনা ......... আমার চোখদুটো বহুকালের না ঘুমানো ক্লান্তিতে বুজে আসতে চায় । একসময় মনে হয় সেইসব পূর্বপুরুষের আহ্বান অগ্রাহ্য করে ঘুমিয়ে পড়ি । কিন্তু আমি জানি , এইসব দীর্ঘ রাত্রিতে আমায় আরো বহুবছর বিবিধ কন্ঠের ডাক শুনে চমকে উঠতে হবে ।

আমায় আরো বহুকাল নিস্পৃহ হয়ে বেচেঁ থাকতে হবে ........ যদিও জানিনা এইভাবে বেচে থাকার আদৌ কোন মানে আছে কিনা ...... খুব বেশিদিন বাচতে চাইনা । স্বার্থপর প্রপিতামহের মতো আলাদা অস্তিত্বের জন্ম দিয়েই হারিয়ে যেতে চাইনা ..........আমি ঘুমোতে চাই ..... বাধ্য ও বাধকতা ছাড়া দীর্ঘ ক্লান্তিহীন ঘুম ...........................


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।