আমাদের কথা খুঁজে নিন

   

নীলিমার নীল আকাশ (উপন্যাস)

সাহিত্য লেখক পর্ব-২ নীলিমা ভেবে ছিল কবি যখন কর্ম ক্লান্ত দেহ-মন নিযে বাড়ি ফিরবে তখন তার আঁচলে মুখের ঘাম মুছে দিযে আদর করে বসাবে তার আঙিনায়।পূর্ণিমার রাতে যখন চাঁদের আলয়ে দিক দিগন্ত উদ্ভাসিত হয়ে উঠবে তখন কবি বাঁজাবে বাঁশী এবং নীলিমা শ্যামের রাধার মত অপলক চোখে চেয়ে থাকবে কবির মুখের পানে কিন্তু একে একে নীলিমার জীবনে ২৩ বসন্ত এলো গেল তবু কবি এলোনা,তার প্রেমের মুকুলও ফুটলনা। তাই তার অতৃপ্ত বাসনা গুমরে গুমরে কেঁদে মরছে তার অন্তরে। দীর্ঘ পথ চলছে ২৩ টি বছর। চলছে আর অবিরত ভাবছে কত দূরে আর কতদুরে নবীন করি নির্জন ঘর ? পথের মাঝে পথিক জনকে শুধায় বারেবারে কবির কথা কিন্তু কে জানে কবির নাম? তাঁকে কেউ চেনেনা। কেমন করে চিনবে ? সে যে থাকে নীলিমার নীল আকাশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।