আমাদের কথা খুঁজে নিন

   

নীলিমার নীল আকাশ (উপন্যাস)

সাহিত্য লেখক পর্ব- ৪ পূর্ণিমার রাত । বসন্তের হাওয়া বইছে । নবপত্রপল্লবে বিচিত্র রঙে রঙিন বৃক্ষ শাখা। পুরানোকে ঝেড়ে ফেলে দিয়ে এসছে নতুনের জাগরনী। আমের বোলের গন্ধে ভরে গেছে বাগান্।

জুই, চামেলি, বেলি এবং টগর ফুলের হাত ছানি। দোলন চাঁপা আর জবা ফুলে ভরা কচি পাতা। বিকশিব কিশলয় লতায় জড়া জরি খাচ্ছে। এমনি সময কে যেন বাজায় বঁশের বাঁশি তার শত জনমের প্রিয়ার নাম ধরে। হঠাৎ বাশির সুর থেমে যায।

ধীরে ধীরে দিঘির ঘাটে কে যেন এসে বসে। এক দৃষ্টে আকাশের পানে তাকিয়ে র্নিমল চাঁদকে ডেকে বলছে-হে চাঁদ,তুমি সত্য, তুমি চিরন্তন, তুমি শাশ্বত্। অনাদিকাল তুমি দেবে তোমার পরশ। শিরহণ জাগিয়ে আসছ বিরহী প্রেমিকের মনে। তোমার স্নিগ্ধ আলো ভরে দেয মন।

দীঘির জলে দ্বিখন্ডিত হযে পর,তুমি চনদ্রকলা। তোমার বিমূর্ত রুপ দেখার জন্র্যে দীঘির জলে নেমে আসে নীল পরি- আসে মদন দেবতা,প্রেমের প্রতীক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।